ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ঋণ পরিশোধে বিশেষ ছাড় চান ব্যবসায়ীরা, শঙ্কিত ব্যাংকাররা

২০২৪ জুলাই ৩০ ১৬:২৮:০৬
ঋণ পরিশোধে বিশেষ ছাড় চান ব্যবসায়ীরা, শঙ্কিত ব্যাংকাররা

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কারফিউ ও সাধারণ ছুটি ঘোষণা থাকায় ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক লোকসান গুনতে হয়েছে। তারা এখন ঋণ পরিশোধে বিশেষ ছাড় চাইছেন।

অন্যদিকে, তারল্য সংকটের মুখে রয়েছে দেশের ব্যাংকগুলো। ঋণ পরিশোধে এমন সুবিধা দিলে ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতি আরও খারাপ হবে বলে শঙ্কায় রয়েছেন ব্যাংকাররা।

সাম্প্রতিক সময়ের সরকারি ছুটি ও কারফিউতে বড় প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। এতে নির্ভরযোগ্য ও স্থিতিশীল হিসেবে বাংলাদেশের অর্থনীতির যে ভাবমূর্তি, সেটিও ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী নেতারা।

ফরেন ইনভেস্টরস চেম্বার অভ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি জাভেদ আখতারের প্রাক্কলন অনুযায়ী, কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক শাটডাউনের অর্থনৈতিক প্রভাব প্রায় ১০ বিলিয়ন ডলারের হতে পারে, যা আরও বাড়ছে।

এই পরিস্থিতি সামাল দিতে সরকারের কাছে বেশ কিছু সহায়তা চেয়েছেন ব্যবসায়ী নেতারা। এরমধ্যে ব্যবসা পরিচালনা সহজ করার জন্য সহায়তা বাড়ানো, বন্দরে ক্ষতিপূরণ মাশুল মওকুফ করা, রাজস্ব কর্মকর্তাদের হয়রানি বন্ধ করা এবং বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের আস্থা ফেরাতে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা বলেন তারা।

রোববার ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ব্যবসায়ীরা ব্যাংকিং ইস্যুতে ঋণ পরিশোধে বাড়তি সময়, ঋণ রিশিডিউল ও কম সুদের হার চান।

জরুরি পরিস্থিতিতে দেশব্যাপী শাটডাউনের ক্ষেত্রে একটি বিকল্প ইন্টারনেট সংযোগের ব্যবস্থা রাখার সুপারিশ করেছেন ব্যবসায়ীরা। এটি একটি ভালো পরামর্শ বলে মন্তব্য করেন সালমান এফ রহমান।

এদিকে, ব্যাংকগুলো গত দুই বছর ধরে তারল্য সংকেটের মধ্য দিয়ে যাচ্ছে। বাজারে যে ব্যাংকগুলো প্রধান ঋণদাতা ছিল, সেগুলো এখন ঋণের ওপরে আছে। এর মধ্যে নতুন করে ব্যবসায়ীদের ঋণ পরিশোধে ছাড় দেওয়া হলে ব্যাংকগুলো আরও হিমশিম অবস্থার মধ্যে পড়বে।

উল্লেখ্য, দেশের ব্যবসায়ীরা করোনা মহামারির কারণে ২০২০ সালে ঋণের কোনো কিস্তি পরিশোধ না করেও খেলাপি হননি।

পরে ২০২১ সালে সব ধরনের ঋণের ক্ষেত্রে কিস্তির মাত্র ১৫ শতাংশ পারিশোধ করে খেলাপি হওয়া থেকে রক্ষা পেয়েছিলেন ঋণগ্রহীতারা।

২০২২ সালেও পরিশোধিত মোট কিস্তির মাত্র ৫০ শতাংশ পরিশোধ করার সুযোগ পান ব্যবসায়ীরা।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে