ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ফের শেয়ারবাজারে কালোমেঘ, তিনদিনেই হাজার কোটি টাকা গায়েব!

২০২৪ জুলাই ৩০ ১৪:৪৪:৪৭
ফের শেয়ারবাজারে কালোমেঘ, তিনদিনেই হাজার কোটি টাকা গায়েব!

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের প্রথম শুরু থেকে দেশের শেয়ারবাজারে ধারাবাহিক পতন দেখা যায়। টানা এই পতনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ছিল ৬ হাজার ২৪২ পয়েন্ট থেকে ৫ হজাার ৭০ পয়েন্টে নেমে যায়। সূচক পতন হয় ১ হাজার ১৭২ পয়েন্ট।

তারপর বাজার ঘুরে দাঁড়াতে শুরু করে। গত ০৯ জুলাই ডিএসইর সূচক ৫২৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯৪ পয়েন্টে স্থির হয়। তারপর থেকে আবারও পতন। গত তিন দিনে সেই পতন বিপর্যয়ে রূপ নেয়। এই তিনদিনে ডিএসইর সূচক খোঁয়া ১৪৪ পয়েন্ট। যার ফলে বিনিয়োগকারীদের পুঁজি হাওয়া হয়ে গেছে আরও প্রায় হাজার কোটি টাকা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, যখনই দেশের শেয়ারবাজার ঘুরে দাঁড়ানোর পথে অগ্রসর হয়, তখনই কোনো না কোনো ‘কালোমেঘ’ বাজারকে লন্ডভন্ড করে দেয়। এবারও তেমনি বিনিয়োগকারীরা যখন দীর্ঘদিন পর আশা-ভরসা নিয়ে এগুচ্ছিল, তখনি কোটা আন্দোলনের সহিংসতা সবকিছু তছনছ করে দিয়েছে।

মঙ্গলবারের বাজার পর্যালোচনা

আজ মঙ্গলবার (৩০ জুলাই) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৬৯ পয়েন্টে। যা সোমবার ৫৩ পয়েন্ট ও রোববার ৩০ পয়েন্ট কমেছে।

এদিন ডিএসইতে ৪৩২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন হয়েছিল ৪৫০ কোটি ১৮ লাখ টাকা। আজ লেনদেন কমেছে ১৭ কোটি ৪৮ লাখ টাকা বা ৪ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৫টি বা ৬.৩০ শতাংশের। আর দর কমেছে ৩৪০টি বা ৮৫.৬৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩২টি বা ৮.০৬ শতাংশের।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে