ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

দেড় বছরে দর বেড়ে তিন গুণ 

২০২৪ জুলাই ২৭ ১৪:২২:৩২
দেড় বছরে দর বেড়ে তিন গুণ 

নিজস্ব প্রতিবেদক : গত দেড় বছরে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়ে দাঁড়িয়েছে তিন গুণে। যদিও এই সময়ে শেয়ারবাজার নাজুক অবস্থার মধ্যে অতিবাহিত হয়েছে। বিশেষ করে এই সময়ে মিউচ্যুয়াল ফান্ড খাতের ফান্ডগুলোর অবস্থা ক্রমশই খারাপের দিকে ছিল।

তারপরও ফান্ডটির দর বৃদ্ধি পাওয়ায় এর বিনিয়োগকারীরা খুব খুশী। এক সময়ের ক্রেজে থাকা মিউচ্যুয়াল ফান্ড এখন বিনিয়োগকারীদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। নানা অনিয়মের কারণে এখাতের ডিভিডেন্ড তলানিতে নেমে আসায় বিনিয়োগকারীরা খাতটি থেকে নিজেদের ইতোমধ্যে গুটিয়ে নিয়েছেন।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৩ সালের পুরো বছরজুড়েই প্রাইম ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট ১৫ টাকার নিচে লেনদেন হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে ফান্ডটির দরে উত্থান ধারা শুরু হয়।

২০২৩ সালের ৩০ নভেম্বর ফান্ডটির ইউনিট দর ছিল ১৪ টাকা ৮০ পয়সা। দেড় মাসের মাথায় চলতি বছরের ১৪ জানুয়ারি ফান্ডটির দর ৩৮ টাকার ওপরে ওঠে যায়। যদিও এই সময়ে ফান্ডটির সংবেদনশীল তথ্য ছিল না।

এরপর থেকে উত্থান-পতনের ধারাবাহিকতায় সর্বশেষ বৃহস্পতিবার প্রাইম ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড ৪৮ টাকা ৮০ পয়সায় ক্লোজিং হয়। এই দর ফান্ডটির ইতিহাসে সর্বোচ্চ দর। যদিও এই সময়ে ফান্ডটি প্রথম বারের মতো লোকসানের মুখে পড়ে যায়।

সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ি, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯২ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ইউনিট প্রতি আয় ছিল ০৫ পয়সা।

সর্বশেষ ২০২৩ সালের জন্য ফান্ডটি ইউনিট হোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

উল্লেখ্য, শেয়ারবাজারে বর্তমানে ৪১টি মিউচ্যুয়াল ফান্ড তালিকাভুক্ত রয়েছে। এরমধ্যে ৩৩টি ফান্ডের ইউনিট ১০ টাকার নিচে লেনদেন হচ্ছে। ৬টির দর ১৫ টাকার নিচে এবং ১টির দর ২০ টাকার নিচে রয়েছে। আর ১টির দর ৪৫ টাকার ওপরে উঠেছে। যেটি হলো প্রাইম ফাইন্যান্স ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে