ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

বড় উত্থানের দিনেও দুই ডজন শেয়ার ক্রেতাহীন

২০২৪ জুলাই ২৫ ১৫:৪২:০৩
বড় উত্থানের দিনেও দুই ডজন শেয়ার ক্রেতাহীন

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। এদিন লেনদেনের শুরুতে শতাধিক কোম্পানির শেয়ার ক্রেতাশুন্য থাকে। এই সময়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএস) প্রধান সূচক ৪০ পয়েন্টে বেশি কমে যায়।

তবে এমন হতাশার চিত্র বেশিক্ষণ ছিল না। লেনদেনের কিছুক্ষণের মধ্যেই বাজার ঘুরে দাঁড়ায়। শেষ বেলায় বড় পতনের বাজারে বড় উত্থানের দেখা মিলে। দিনশেষে ডিএসইর সূচক ৭০ পয়েন্ট বেশি বেড়ে লেনদেন হয়। যা অ্যাডজাস্টমেন্টের কারণে ৬৩ পয়েন্ট বৃদ্ধি পায়।

কিন্তু এমন উত্থানের দিনেরও দুই ডজনের বেশি প্রতিষ্ঠানের ক্রেতারা নিখোঁজ থাকে। প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিট দিনের সর্বনিম্ন দামে ক্রেতাশুন্য অবস্থায় পড়ে থাকে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে ‘এ’ গ্রুপের মধ্যে ছিল রংপুর ফাউন্ড্রি, সী পাল রিসোর্ট, ইউনাইটেড ইন্সুরেন্স, রূপালী লাইফ, ইস্টল্যান্ড ইন্সুরেন্স, ওরিয়ন ইনফিউশন, ট্রাস্ট ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, এলআরগ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ফাস্ট, লিন্ডে বিডি, পিপলস ইন্সুরেন্স, গোল্ডেন জুবিলী মিউচ্যুয়াল ফান্ড ও এস্কয়ার নিট।

‘বি’ ক্যাটাগরির মধ্যে ছিল খান ব্রাদার্স ও এসকে ট্রিম। আর ‘জেড’ ক্যাটাগরির মধ্যে ছিল ফাস ফিন্যান্স, জুট স্পিনার্স, প্রিমিয়ার লিজিং, ন্যাশনাল টি কোম্পানি, রেনউইক যজেনশ্বর, নূরানী ডাইং, রিজেন্ট টেক্সটাইল, বিআইএফসি ও ডেল্টা স্পিনার্স।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে