ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

বড় শঙ্কা থেকে প্রত্যাশার পথে শেয়ারবাজার

২০২৪ জুলাই ২৫ ১৫:০০:৩৩
বড় শঙ্কা থেকে প্রত্যাশার পথে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক : আগের দিনের বড় পতনের ঝাপটায় আজ বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতেই শতাধিক কোম্পানির শেয়ার ক্রেতাশুন্য হয়ে যায়।

এই সময়ে ডিএসইর প্রধান সূচক ক্রমাগত পতনে ছিল। এক পর্যায়ে সূচক ৪০ পয়েন্টের বেশি কমে লেনদেন হতে থাকলে বিনিয়োগকারীদের মধ্যে বড় শঙ্কা তৈরি হয়।

বাজারের এমন হতাশার মধ্যে কিছু প্রতিষ্ঠান ও কিছু বড় বিনিয়োগকারীর বাই প্রেসার দেখা যায়। ফলে পতনের চাপ দ্রুত কমতে থাকে। বেলা সাড়ে ১১টার আগেই বাজার আগের দিনের চেয়ে ওপরে ওঠে লেনদেন হতে দেখা যায়।

তবে বেলা সাড়ে ১১টার কিছুক্ষণ পর বাজার আবারও নেতিবাচক প্রবণতায় অগ্রসর হতে থাকে। তবে এই অবস্থা বেশিক্ষণ বিরাজমান থাকেনি। কিছুক্ষণ পরই বাজার ফের সামনের দিকে এগুতে থাকে।

লেনদেন শেষ হওয়ার আগে বেলা ১টা ৪৯ মিনিটে ডিএসইর সূচক ৭০ পয়েন্টের বেশি বেড়ে লেনদেন হয়। তবে অ্যাডজাস্টমেন্টের কারণে সূচকের উত্থান স্থির প্রায় ৬৩ পয়েন্টের ঘরে।

বৃহস্পতিবারের বাজার পর্যালোচনা

আজ ২৫ জুলাই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪১৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ১৩.৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৩ পয়েন্টে এবং ডিএসই৩০ ইনডেক্স ২৪.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩২ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৪৯৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৫৯ কোটি ৩৮ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ৩৩৭ কোটি ৯৭ লাখ টাকা বা ২১২ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৮৬টি বা ৭২.৯৬ শতাংশের। আর দর কমেছে ৬৬টি বা ১৬.৮৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪০টি বা ১০.২০ শতাংশের।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে