ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

চার দিন পর কর্মচাঞ্চল্য ফিরেছে দেশের পোশাক কারখানায়

২০২৪ জুলাই ২৪ ২১:৫৪:২২
চার দিন পর কর্মচাঞ্চল্য ফিরেছে দেশের পোশাক কারখানায়

নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও জরুরী অবস্থার কারণে গত চারদিন বন্ধ থাকার পর পোশাক ও বস্ত্র কারখানাগুলো আবার খুলেছে এবং কর্মচাঞ্চল্য ফিরেছে।

আজ বুধবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এই তথ্য জানিয়েছে।

পোশাকখাত সংশ্লিষ্টরা বলছেন, এখাতে আজ প্রায় সব কারখানাই খুলেছে। কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরাও।

সংশ্লিষ্টরা জানান, কারখানা খোলার পর এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শ্রমিকদের অফিসিয়াল পরিচয়পত্রই তাদের চলমান কারফিউয়ের পাস হিসেবে ব্যবহার করা যাবে।

এদিকে বিজিএমইএর সভাপতি এসএম মান্নান সংবাদ মাধ্যমকে বলেন, আজ সব পোশাক কারখানা খুলেছে।

তিনি জানান, কারখানার মধ্যমসারির কর্মকর্তা ও পণ্য পরিবহনকারীরা তাদের অফিসিয়াল পরিচয়পত্রকে কারফিউ পাস হিসেবে ব্যবহার করতে পারবেন।

এর আগে পোশাক রপ্তানিকারকরা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে পোশাককর্মী ও কারখানার নিরাপত্তা বিষয়টি তুলে ধরেন।

সংঘর্ষ ও কারফিউয়ের জেরে গত শনিবার কলকারখানা বন্ধ করে দেওয়া হয়।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে