ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

শুরুতেই শতাধিক শেয়ার ক্রেতাহীন

শেয়ারবাজারে দেড় বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন

২০২৪ জুলাই ২৪ ২১:৩৬:২৫
শেয়ারবাজারে দেড় বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন

নিজস্ব প্রতিবেদক : দেশে জরুরী অবস্থা শিথিল হওয়ার প্রথম কার্যদিবস আজ বুধবার (২৪ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক বছর পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশব্যাপী ইন্টারনেট বন্ধ থাকায় চলতি সপ্তাহের তিন কার্যদিবস শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল। আজ বুধবার সকাল ১১টায় শেয়ারবাজার চালু হয় এবং দুপুর ১টা ৫০ মিনিটে লেনদেন শেষ হয়।

এদিন লেনদেনের শুরুতেই শতাধিক কোম্পানির শেয়ার ক্রেতাশুন্য হয়ে পড়ে। এরপর সময় যতই গড়াচ্ছিল, ক্রেতা সংকটের কোম্পানির মিছিল ততই বড় হচ্ছিল। যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে ।

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯৫.৬৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৫০ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহভিত্তিক সূচক ‘ডিএসইএস’ ২১.৮৭ পয়েন্ট কমে এক হাজার ১৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ‘ডিএস-৩০’ সূচক ৩৭.২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯০৮ পয়েন্টে।

এদিন প্রায় ১৫৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা ২০২৩ সালের ৩ জানুয়ারির পর সর্বনিম্ন। আজ লেনদেন হওয়া শেয়ারের মধ্যে দাম বেড়েছে মাত্র ২০টির, কমেছে ৩৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে