ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

২৬ টাকার শেয়ার ৬ হাজার টাকায় লেনদেন!

২০২৪ জুলাই ০৮ ১৪:৩২:২১
২৬ টাকার শেয়ার ৬ হাজার টাকায় লেনদেন!

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে এসএমই মার্কেটে তালিকাভুক্ত ইউসুফ ফ্লাওয়ার মিলসের পরিশোধিত মূলধন ৬০ লাখ ৬৮ হাজার টাকা। বিপরীতে পরিশোধিত মূলধনের ৮১ গুণ সম্পদের অস্তিত্ব খুঁজে পায়নি নিরীক্ষক।

এদিকে, ওভার দ্যা কাউন্টার মার্কেট (ওটিসি) থেকে এসএমইতে তালিকাভুক্ত হওয়ার পর থেকেই স্বল্প মূলধনী কোম্পানিটির শেয়ার নিয়ে চলে ধারাবাহিক কারসাজি। এরফলে ২ বছরের মাথায় ২৬ টাকার শেয়ার ৬ হাজার ২০০ টাকায় লেনদেন হয়।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, স্বল্প মূলধনের কোম্পানি ইউসুফ ফ্লাওয়ারের মোট শেয়ার সংখ্যা ৬ লাখ ৬ হাজার ৮০০টি। এরমধ্যে অর্ধেকের বেশি বা ৫৩.৮৮ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের কাছে। বাকি ফ্রি ফ্লোট বা লেনদেনযোগ্য শেয়ার রয়েছে ২ লাখ ৮০ হাজারেরও কম।

শেয়ার সংখ্যা অল্প হওয়ার সুযোগ কাজে লাগিয়ে কোম্পানিটির প্রতিটি শেয়ার দাম ৬ হাজার টাকার উপরে নিয়ে যায় কারসাজি চক্র। এর মাধ্যমে ৬১ লাখ টাকার কম পরিশোধিত মূলধনের কোম্পানিটির বাজার মূলধন এখন ৩৭৬ কোটি ২২ লাখ টাকা।

নিরীক্ষক জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবছরের শেষে কোম্পানি কর্তৃপক্ষ আর্থিক হিসাবে ৪৭ কোটি ২৭ লাখ টাকার মজুদ পণ্য দেখায়। তবে দেরিতে নিয়োগ দেওয়ায় নিরীক্ষক স্বশরীরে এর সত্যতা যাচাই করতে পারেননি। যদিও ওই সময় আর্থিক হিসাবে উল্লেখিত পরিমাণ মজুদ পণ্য ছিল বলে কোম্পানি কর্তৃপক্ষ নিরীক্ষককে নিশ্চয়তা দিয়েছেন।

এদিকে একই কারনে আর্থিক হিসাবে উল্লেখ করা ২ কোটি ২৯ লাখ টাকা হাতে নগদ অর্থের সত্যতা যাচাই করতে পারেনি নিরীক্ষক। এছাড়া নিরীক্ষক ওই নগদের বিষয়ে পর্যাপ্ত ও সঠিক নিরীক্ষা প্রমাণাদি পায়নি। তাই আর্থিক হিসাবে উল্লেখ করা নগদ অর্থের পরিমাণ প্রকৃতপক্ষে কম বা বেশি হতে পারে বলে জানিয়েছেন।

আকাশচুম্বী শেয়ার দর হলেও ইউসুফ ফ্লাওয়ারের ডিভিডেন্ড গতাণুগতিক। গত ৩ অর্থবছরে কোম্পানিটির ডিভিডেন্ড কোন রকমে ১২ শতাংশ দিয়েছে।

সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে কোম্পানিটি। ২০২০-২১ অর্থবছরেও কোম্পানিটির ডিভিডেন্ড ছিল ১২ শতাংশ ক্যাশ এবং ২০২১-২২ অর্থবছরে ছিল ১০ শতাংশ ক্যাশ।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটিতে ২ লাখ টাকার ‘ট্যাক্স হলিডে রিজার্ভ’ গঠন করা হয়েছে। যা আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ৪৬এ ধারা অনুযায়ি বিতরণ করা দরকার। তবে কোম্পানি কর্তৃপক্ষ তা বিতরণ করেনি।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে