ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

আমেরিকার জ্যামাইকায় আঘাত হেনেছে হারিকেন বেরিল

২০২৪ জুলাই ০৪ ১৫:১৯:২৫
আমেরিকার জ্যামাইকায় আঘাত হেনেছে হারিকেন বেরিল

প্রবাস ডেস্ক : ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তাণ্ডব চালিয়ে জ্যামাইকায় আঘাত হেনেছে হারিকেন বেরিল। শক্তিশালী ঝড়ে দেশের বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গাছ উপড়ে পড়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে, ঘণ্টায় ১৩০ মাইল (২১৫ কিলোমিটার) বেগে ঝোড়ো বাতাসসহ ক্যাটাগরি-৪ মাত্রার এই হারিকেনটি জ্যামাইকার দক্ষিণ উপকূলে আঘাত হানে।

যার কারণে এলাকাটিতে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই দেশটিতে হারিকেন সতর্কতা কার্যকর হয়েছে। স্থানীয় সময় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নতুন কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।

এর আগে, মার্কিন জাতীয় হারিকেন সেন্টার বলেছিল যে বেরিল জ্যামাইকার খুব কাছাকাছি এসেছিল। নিরাপত্তার কারণে বাসিন্দাদের জায়গায় আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জ্যামাইকার তথ্যমন্ত্রী ডানা মরিস ডিক্সন বলেছেন, নিরাপত্তার জন্য ৯০০টি আশ্রয়কেন্দ্র রয়েছে।

ক্যারিবীয় অঞ্চলে এই পর্যন্ত অন্তত সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে গ্রানাডায় ৩, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনে ১ এবং উত্তর ভেনেজুয়েলায় ৩টি রিপোর্ট করা হয়েছে।

আটলান্টিক মহাসাগরে উৎপন্ন ক্যাটাগরি-৪ হারিকেন সোমবার গ্রেনাডার কারাইকো দ্বীপের উপকূলে আঘাত হানে।

তারপর স্থানীয় সময় মঙ্গলবার সকালে সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনের ইউনিয়ন দ্বীপে বেরিল আঘাত হানে। দ্বীপের ৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

আটলান্টিক মহাসাগরে হারিকেন মৌসুম জুন থেকে নভেম্বর পর্যন্ত চলে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন যে এবছর বেশ কয়েকটি হারিকেন এই অঞ্চলে আঘাত হানতে পারে।

মামুন/

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে