ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

আর্থিক খাতের তিন কোম্পানি ঠকাল বিনিয়োগকারীদের

২০২৪ জুলাই ০৪ ১০:৫৩:২৬
আর্থিক খাতের তিন কোম্পানি ঠকাল বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের তিন কোম্পানি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ অর্থবছরে বিনিয়োগকারীদের ঠকিয়েছে। আলোচ্য অর্থবছরে কোম্পানি তিনটি ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের আরও ক্ষতির মুখে ফেলেছে।

কোম্পানি তিনটি হলো ইউনিয়ন ক্যাপিটাল, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

ইউনিয়ন ক্যাপিটাল

সমাপ্ত ২০২৩ অর্থবছরে ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৩৫ টাকা ১৭ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ১১ টাকা ৯৫ পয়সা। ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট দায় দাঁড়িয়েছে ৫১ টাকা ৩ পয়সা। আগামী ১০ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ জুলাই।

বে লিজিং

সমাপ্ত ২০২৩ অর্থবছরে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৫ টাকা ৮৮ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ৫ টাকা ৮৮ পয়সা। ৩১ ডিসেম্বর শেষে বে লিজিংয়ের শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ১ পয়সা। আগামী ২৮ আগস্ট বেলা সাড়ে ১১টায় বার্ষিক সাধারণ সভা আহ্বান করেছে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ জুলাই।

ইসলামিক ফাইন্যান্স

সর্বশেষ সমাপ্ত ২০২৩ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। আগের অর্থবছরে কোম্পানিটির ইপিএস ছিল ৩০ পয়সা। ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৪২ পয়সায়। আগামী ২২ আগস্ট বেলা ১১টায় এজিএম আহ্বান করেছে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ জুলাই। এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে