ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

দুই শেয়ারবাজারে ব্লক মার্কেটে বড় লেনদেন

২০২৪ জুলাই ০১ ১১:১৮:৫৪
দুই শেয়ারবাজারে ব্লক মার্কেটে বড় লেনদেন

নিজস্ব প্রতিবেদক : ২০২৩-২৪ অর্থবছরের শেষ কর্মদিবসে (রোববার) ব্লক মার্কেটের লেনদেনে ভর করে দেশের দুই শেয়ারবাজারে ১ হাজার ৩০০ কোটি টাকার বেশি মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে। সাম্প্রতিক সময়ের তুলনায় এই লেনদেন অনেক বেশি।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, শুধু জুনের শেষ কর্মদিবসই নয়, মাসটির শেষ দুই সপ্তাহে ব্লক মার্কেটে বড় অঙ্কের শেয়ার কেনাবেচা হতে দেখা গেছে। অনেকের নিজের নিয়ন্ত্রণে থাকা অন্য হিসাবে শেয়ার কেনাবেচা করে মুনাফা দেখানো লেনদেন বৃদ্ধির বড় কারণ বলে জানা গেছে।

৩০ জুন, ২০২৪ তারিখে ঢাকার শেয়ারবাজার ডিএসইতে ৭১২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এর মধ্যে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ২৯৬ কোটি ৭৯ লাখ টাকা বা ৪১.৬৪ শতাংশ। শেষ আধা ঘণ্টায় ডিএসইতে ২৮৭ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

অপরদিকে, চট্টগ্রামকেন্দ্রিক শেয়ারবাজার সিএসইতে ৬২৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এর মধ্যে ব্লক মার্কেটেই ৬১৯ কোটি ২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা মোটের ৯৯.১৫ শতাংশ। সিএসইতে সাধারণ বিনিয়োগকারীদের বাজার বা পাবলিক মার্কেটে মাত্র ৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

ডিএসইর ব্লক মার্কেটে সর্বাধিক ৯৬ কোটি ২৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে যমুনা অয়েলের। কোম্পানিটির ৫০ লাখ শেয়ার কেনাবেচা হয়েছে ১৯২ টাকা ৫০ পয়সা দরে। অথচ পাবলিক মার্কেটে এ শেয়ার ১৭২ টাকা ৭০ পয়সা থেকে সর্বোচ্চ ১৭৫ টাকা ৯০ পয়সায় কেনাবেচা হয়েছে।

সিএসইতে স্কয়ার ফার্মার শেয়ার পাবলিক মার্কেটে ২১১ টাকা ৫০ থেকে ২১৩ টাকায় কেনাবেচা হলেও ব্লকে ২২৫ টাকা দরে মোট ১ কোটি ৪ লাখ ৫৭ হাজার শেয়ার মোট ২৩৫ কোটি টাকায় কেনাবেচা হয়েছে।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে