ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Sharenews24

টি-টোয়েন্টি বিশ্বকাপ

কোহলি-অক্ষরের আক্রমণে ভারতের সংগ্রহ ১৭৬

২০২৪ জুন ২৯ ২২:২১:২১
কোহলি-অক্ষরের আক্রমণে ভারতের সংগ্রহ ১৭৬

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে ভারত। ব্যাটিং নিয়ে প্রথম ওভারেই কোহলি যেন বার্তা দিয়েছিলেন দিনটা নিজের করে রাখার।

তবে পাওয়ারপ্লেতেই আকড়ে ধরেছিল প্রোটিয়ারা। নিজের প্রথম ওভারেই সুইপ করতে যাওয়া রোহিতকে ফেরানোর পর পান্টকেও থামান মহারাজ।

উইকেটে এসে সূর্যকুমারও সুবিধা করতে না পেরে রাবাদার শিকার হয়ে ফেরেন। তবুও কোহলির দক্ষতার পাওয়ারপ্লেতে ৪৬ রান পেয়ে যায় ভারত।

দক্ষিণ আফ্রিকা লাগাম টেনে ধরলেও অক্ষর ম্যাচের দখলটা আবারও নিজের করে নেন। স্পিনারদের মাঝে একেবারেই নিষ্ফলা করে রাখেন বাতাসের সদ্ব্যবহার করে।

শুধু স্পিনার নয়, রাবাদা, ইয়ানসেনদেরও এক হাত নিয়েছেন। মাঝে কোহলি শুধু প্রান্ত বদলে মনোযোগী হলে আক্রমনের ঝান্ডা বহন করেন এই অলরাউন্ডার।

তবে নিজে ডাক দিয়ে দ্রুত নিজের প্রান্তে ফিরতে না পারলে তার অলস প্রচেষ্টার পূর্ণ সুযোগ নিয়ে দারুণ এক থ্রোতে তাকে থামান ডি কক। ৩১ বলে ৪৭ রানে অক্ষর থামলেও খুব একটা অসুবিধা হয়নি ভারতের।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রানের সংগ্রহ পায় ভারত। সর্বোচ্চ ৭৬ রান করেন কোহলি। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন মহারাজ।

মিজান/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে