ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

সৌদিতে বিদেশি কর্মী নিয়োগে নতুন নির্দেশনা

২০২৪ জুন ২৮ ১৫:২৯:১০
সৌদিতে বিদেশি কর্মী নিয়োগে নতুন নির্দেশনা

প্রবাস ডেস্ক : মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী সৌদি আরবে গৃহকর্মী নিয়োগে সর্বোচ্চ গড় খরচ নির্ধারণ করেছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়। বিভিন্ন দেশ থেকে আগত নারী গৃহকর্মী নিয়োগের গড় খরচের তালিকায় শীর্ষে রয়েছে ফিলিপাইন।

সৌদি মানবসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ফিলিপাইন থেকে একজন নারী গৃহকর্মী নিয়োগের জন্য ভ্যাটসহ গড়ে ১৪ হাজার ৩০৯ সৌদি রিয়াল খরচ হয়। আর এই প্রক্রিয়া শেষ হতে সময় লাগে সর্বোচ্চ ৫৭ দিন।

দেশটি অন্যান্য দেশ থেকে নিয়োগের খরচ এবং আগমনের সময়কাল নির্ধারণ করেছে। এরমধ্যে বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগে সর্বোচ্চ খরচ নির্ধারণ করেছে ৯ হাজার ৩ সৌদি রিয়ালে। খবর গালফ নিউজের। এই তালিকায় সর্বশেষ সংযোজিত সিয়েরালিওন, বুরুন্ডি এবং তানজানিয়াসহ মোট ৩৩টি দেশ থেকে সৌদিতে কর্মী নিয়োগের অনুমতি রয়েছে। গৃহকর্মীর শ্রমবাজার আরও বেশি নিয়মতান্ত্রিক করার লক্ষ্যে এই নিয়ম নির্ধারণ করা হয়েছে।

বিদেশী কর্মীদের অধিকার, কর্তব্য, ভিসা, কর্মসংস্থানের আবেদন এবং নিয়োগকর্তা এবং কর্মীদের মধ্যে চুক্তিভিত্তিক সম্পর্কের প্রয়োজনীয় তথ্য সহজতর করার জন্য মন্ত্রণালয়ের অফিসিয়াল নিয়োগের প্ল্যাটফর্ম হিসাবে মুসানেড চালু করা হয়েছে।

সাম্প্রতিক প্রবিধান অনুযায়ী, গৃহকর্মীদের বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে এবং চুক্তিতে উল্লিখিত অধিকারের নিশ্চয়তা দিতে হবে। তাদের বকেয়া প্রথম পর্যায়ের ঋণ হিসাবে বিবেচিত হয় এবং চুক্তির একটি নির্দিষ্ট মেয়াদ থাকতে হবে। এটি বার্ষিক নবায়ন করা হবে যদি না অন্যথায় নির্দিষ্ট করা হয়।

তুন নিয়মে গৃহকর্মীদের দৈনিক কর্মঘণ্টা ১০ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। একটি বাধ্যতামূলক ২৪-ঘন্টা বিশ্রাম সপ্তাহ নির্ধারণ করা হয়েছে। নিয়োগকর্তারা কর্মচারীদের পাসপোর্ট, ব্যক্তিগত নথি বা জিনিসপত্র রাখতে পারবেন না।

সৌদি আরবে গৃহকর্মী শ্রম সেক্টরে গৃহকর্মী, চালক, পরিচ্ছন্নতাকর্মী, বাবুর্চি, গার্ড, কৃষক, লিভ-ইন নার্স, টিউটর এবং আয়াদের পদ অন্তর্ভুক্ত রয়েছে।

চলতি বছরের শুরুর দিকে সৌদি আরব বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগের সর্বোচ্চ ব্যয়সীমা কমিয়েছে। সেক্ষেত্রে গৃহকর্মী ভিসায় বাংলাদেশিদের দেশে যেতে সর্বোচ্চ ৩ হাজার ১৩৩ মার্কিন ডলার খরচ করতে হবে।

সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সম্প্রতি এমন পদক্ষেপ নিয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ ছাড়াও ফিলিপাইন, শ্রীলঙ্কা, উগান্ডা, কেনিয়া, ইথিওপিয়া প্রভৃতি দেশে এই নিয়ম প্রযোজ্য হয়েছে।

পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সৌদি সরকার প্রবাসী শ্রমিকদের খরচের ন্যায্যতা নিশ্চিত করাকে অগ্রাধিকার দিয়েছে। এই প্রক্রিয়ার সাথে যুক্ত সমস্ত খরচ পর্যালোচনা করার জন্য এটি মন্ত্রণালয়ের বৃহত্তর উদ্যোগের অংশ।

মিজান/

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে