ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

সিডনিতে ঈদ উপলক্ষ্যে চাঁদ রাত ডিনার ও ফ্যাশন শো

২০২৪ জুন ১৬ ১৬:২৫:২৭
সিডনিতে ঈদ উপলক্ষ্যে চাঁদ রাত ডিনার ও ফ্যাশন শো

প্রবাস ডেস্ক : শুক্রবার (১৪ জুন) ঈদুল আযহাকে সামনে রেখে ‘দ্য রিনাইসেনস’ ওয়েডিং ভেন্যুর গ্রান্ড বলরুমে এক জাঁকজমক চাঁদ রাত গালা ডিনারের আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার তাম্মি পারভেজ, সাজেদা আক্তার সানজিদা, তাফতুন নাঈম ও নাহিদা সুলতানা।

অনুষ্ঠান শুরুর পর এনা সাউদিয়া এবং তাফতুন নাঈমের উপস্থাপনায় বাংলা, হিন্দি, কাওয়ালী এবং ইংরেজি গান পরিবেশন করেন রুমানা হক, নাজ আহমেদ, রাহুল শার্মা, আশুতোষ জেইন এবং জেনি কোগান।

এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার তাম্মি পারভেজের তত্ত্বাবধানে দুটি ভিন্নধর্মী ফ্যাশন শো।

প্রথমটিতে বাংলাদেশের ঐতিহ্যবাহী বেনারসি শাড়ি সমন্বিত সিডনি লেস ফিতার সংগ্রহ প্রদর্শন করা হয়। আর দ্বিতীয়টিতে তাম্মি পারভেজের ডিজাইন দেখানো হয়েছে।

সেখানে শো স্টপার ছিলেন মিসেস ইউনিভার্স অস্ট্রেলিয়া ২০২৩ জোয়ানা গুনে এবং মিসেস ইউনিভার্স স্প্রিট এন্ড ব্র্যান্ড অ্যাম্বাসেডর ২০২৩ দেবাশ্রিতা মুখার্জী।

বাংলাদেশি এবং বিদেশি সব মডেলদের অংশগ্রহণে ফ্যাশন শো টি জাকজমকপূর্ণ হয়ে উঠে। এর কোরিওগ্রাফিতে ছিলেন তাফতুন নাঈম নিতু এবং দেবাশৃতা মুখার্জি।

মডেলদের সুন্দর সাজ সজ্জায় অলংকৃত করে মেকআপ আর্টিস্ট নাহিদা সুলতানা এবং মারিয়াম। জাকজমকপূর্ণ এই ফ্যাশন শো দুটিতে অভিভূত হন অনুষ্ঠানের দর্শকরা।

অনুষ্ঠানে স্পন্সর হিসেবে ছিলেন প্রত্যাশা‘স ওয়ার্ড, শাড়িবি। মেকআপে ছিলেন নাহিদা এবং দ্য স্টাইলিস্টটা। ভেনুটি নবাবি স্টাইলে ডেকোরেশন করে প্রত্যাশা‘স ওয়ার্ল্ড।

ক্যান্টারবুরি ব্যাংকসটাউন কাউন্সিলের কাউন্সিলর সাজেদা আক্তার সানজিদা অনুষ্ঠানে স্পন্সর এবং অনুষ্ঠানের আর্টিস্টদের হাতে সার্টিফিকেট এবং উপহার তুলে দেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার তাম্মি পারভেজ মিসেস ইউনিভার্স অস্ট্রেলিয়া এবং মিসেস ইউনিভার্স স্পিরিট এন্ড ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে উপহার তুলে দিয়ে এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের পরিসমাপ্তি করেন।

তারিক/

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে