ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

উত্থানের আভাস দিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার

২০২৪ জুন ১৩ ১৫:১৩:৫৭
উত্থানের আভাস দিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন পতনের তান্ডবে নাজেহাল দেশের সম্ভাবনাময় শেয়ারবাজার। চলতি বছরের ৫ মাস ১৩ দিনেই শেয়ারবাজারের সূচক গায়েব হয়ে গেছে ১ হাজার ১২৯ পয়েন্ট। এই সময়ে বিনিয়োগকারীদের মূলধন উধাও হয়েছে ১ লাখ ৪৭ হাজার ২৫৬কোটি টাকা।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি ২০২৪ বছরের ০১ জানুয়ারি প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ছিল ৬ হাজার ২৪৬ পয়েন্ট এবং বাজার মূলধন ছিল ৭ লাখ ৮০ ৮৪৯ কোটি টাকা। মাত্র ৫ মাস ১৩ দিনের ব্যবধানে ডিএসইর সূচক কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১১৭ পয়েন্টে এবং বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৩৩ হাজার ৫৯৩ কোটি টাকায়। এই সময়ে ডিএসইর সূচক কমেছে ১ হাজার ১২৯ পয়েন্ট এবং বাজার মূলধন কমেছে ১ লাখ ৪৭ হাজার ২৫৬ কোটি টাকা।

শেয়ারবাজারে পতন প্রবণতা আরও শক্তিশালী হয় গত দুই মাস যাবত। এটি হয় ২০২৪-২৫ অর্থবছরের বাজেটকে কেন্দ্র করে। আসন্ন বাজেটে ক্যাপিটাল গেইন ট্যক্স আরোপ করার গুঞ্জনকে কেন্দ্র করে পতনের তান্ডব শুরু হয়। এই সময়ে ডিএসইর সূচক পড়ে যায় ৭৫০ পয়েন্টের মতো।

এরপর গত ০৬ জুন (বৃহস্পতিবার) জাতীয় সংসদে উত্থাপিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে গেইন ট্যাক্স আরোরে প্রস্তাব করা হয়। এরপর পতনের মাতমে তিন কর্মদিবসে ডিএসইর সূচক পড়ে যায় ১৬৭ পয়েন্ট। গতকাল বুধবার এবং আজ বৃহস্পতিবার বাজার কিছুটা ঘুরে দাঁড়ায়। এই দুই দিনে সূচক উদ্ধার হয় ৪৭ পয়েন্ট এবং বিনিয়োগকারীদের মূলধন ফিরে আসে ২ হাজার ৯২৩ কোটি টাকা। ঈদের আগের দুই কর্মদিবস উত্থানের আভাস দিয়ে ৫ দিনের ছুটিতে গেল দেশের উভয় শেয়ারবাজার।

বৃহস্পতিবারের বাজার পর্যালোচনা

আজ বৃহস্পতিবার (১৩ জুন) ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৩৪.৬১পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১১৭ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৭.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১০৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮২১ পয়েন্টে।

আজ ডিএসইতে ৪২৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৩৫০ কোটি ৮৯ লাখ টাকার।

আজ ডিএসইতে ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২৪টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির।

অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএই) আজ লেনদেন হয়েছে ১১৬ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের দিন লেনদেন হয়েছিল ১১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

এদিন সিএসইতে ১৮৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের।

আগের দিন লেনদেন হয়েছিল ২১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এরমধ্যে দর বেড়েছিল ৫৩টির, কমেছিল ১২০টির এবং অপরিবর্তিত ছিল ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।

শেয়ারনিউজ, ১৩ জুন ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে