ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ব্রিটে‌নে বাংলা‌দে‌শি‌দের ঘ‌রে ঘ‌রে ঈদের আমেজ

২০২৪ জুন ১৩ ১০:২০:১৬
ব্রিটে‌নে বাংলা‌দে‌শি‌দের ঘ‌রে ঘ‌রে ঈদের আমেজ

নিজস্ব প্রতিবেদক : আগামী রোববার ব্রিটে‌ন ও ইউরো‌পে উদযা‌পিত হ‌বে পবিত্র ঈদুল আজহা। বরাবরের মতো এবারও বিভিন্ন স্থানে খোলা মা‌ঠে ঈ‌দের নামা‌জের জামাত অনু‌ষ্ঠিত হ‌বে।

এবার ঈদ হবে সাপ্তাহিক বন্ধের দিন রোববার। এদিন ব্রিটেন ও ইউরোপে সাপ্তাহিক ছুটি। যে কারণে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কয়েক লাখ মুসলমান পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ পা‌বেন। কারণ, ব্রিটে‌নে ঈদের আলাদা কোনও ছুটি নেই।

প্রতি বছরের ম‌তো এবা‌রেও হাজার হাজার বাংলাদেশি পরিবার দে‌শের পাশাপাশি লন্ডনেও কোরবানি দি‌চ্ছেন। বাঙালি, পাকিস্তানি ও আফগান নিত‌্যপ‌ণ্য ও হালাল মাংসের দোকা‌নে নেওয়া হ‌চ্ছে কোরবানির পশু কেনার অর্ডার।

এর বাইরে ঈদকে সাম‌নে রে‌খে লন্ড‌নের মসলার দোকানগু‌লো‌তে ভিড় বেড়েছে ব‌লে জানা‌লেন পূর্ব লন্ড‌নের গ্রিন স্ট্রিট এলাকার ইনসাফ হালালের স্বত্বাধিকারী মো. আক্তার হোসেন।

ঈদ‌কে সাম‌নে রে‌খে পূর্ব লন্ড‌নে‌র গ্রিন স্ট্রিট, হোয়াইটচ‌্যা‌পেল, বেথনালগ্রিন এলাকার নারী ও শিশু‌দের কাপড়ের দোকানগু‌লোতে বুধবার ঘুরে দেখা গেছে, ক্রেতা‌দের উপ‌চে পড়া ভিড়।

বৃটেনের ক্রেতারা বলছেন, বাংলাদে‌শে ঈদ এলে সব‌কিছুর দাম বাড়ে। আর এদেশে ঈদ‌কে সাম‌নে রে‌খে বিক্রেতা প্রতিষ্ঠানগুলো মূল্যছাড়ের অফার দেয়।

শেয়ারনিউজ, ১৩ জুন ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে