ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

আমিরাতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

২০২৪ জুন ১০ ২২:৫২:১৬
আমিরাতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

প্রবাস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর প্রধান উপদেষ্টা ও ইউএই বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বলেছেন, আরাফাত রহমান কোকো যুব সমাজকে মাদকমুক্ত রাখতে দেশের ক্রীড়াঙ্গনকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। তার অবদান দেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে।

স্থানীয় সময় রোববার (০৯ জুন) আমিরাতের আজমামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইলিয়াছ আমির আলী। এতে উপস্থিত ছিলেন ইউএই বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ছালাম তালুকদার, প্রকৌশলী আব্দুস সালাম খাঁন, ক্রীড়া সংগঠক শাহেদ আহমদ রাসেল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আহ্বায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম রুপু, এস এম মোদাসসের শাহ, শামছুন নাহার স্বপ্না, মজিবুল হক মঞ্জু, আনোয়ার হোসেন, ইসমত আলী শেখ সেলিম, আনোয়ার আব্দুল করিম, এম আর সজীব গাজী, শেষ রেমন, হারুনুর রশিদ, তরিকুল ইসলাম, রিপন মজুমদার।

আরো উপস্থিত ছিলেন- প্রকৌশলী করিমুল হক, শেখ সেলিম, এম এনাম হোসেন, শাহিনুর শাহিন, শাহ, নীল রতন দাস, শাহাদাত হোসেন সুমন, নাছিরউদ্দিন, ইমাম শরীফ ইমু, লিটন তালুকদার, জসীম উদ্দিন, তছলিম উদ্দিন, আহাদুজ্জামান, মো,লোকমান,পাপ্পু খান, ফরিদ হোসেন, রিয়াজুল ইসলাম মিঠু, হারুনুর রশিদ, আতিকুর রহমান আতিক, কাজী এরশাদ ও নুরুল কবির প্রমুখ।

টুর্নামেন্টের সমন্বয়ক শাহেদ আহমদ রাসেল জানান, ঈদুল আজহার পর আমিরাতের সাতটি প্রদেশের জাতীয়তাবাদী শক্তি ও ক্রীড়া প্রেমী সাধারণ প্রবাসীদের সমন্বয়ে টিম গঠন করে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এতে পুরো আমিরাতের বাংলাদেশি প্রবাসীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করবে।

টুর্নামেন্টের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রুপু বলেন, ‘দেশ ও প্রবাসে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় আমরাও আয়োজন করেছি। এতে করে প্রবাসীরা কাজের ফাঁকে শরীর চর্চার সুযোগ পাবে।’

শেয়ারনিউজ, ১০ জুন ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে