ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

‘আমার হার্টটাকে শেষ করে দিলেন’ জালাল ইউনুসকে পাপন

২০২৪ জুন ১০ ১৮:০৩:২০
‘আমার হার্টটাকে শেষ করে দিলেন’ জালাল ইউনুসকে পাপন

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ২ উইকেটে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে টাইগাররা। বাংলাদেশের জন্য সুপার এইটের রাস্তা এখন অনেকটাই মসৃণ।

বাংলাদেশের খেলা নিয়ে সবার আগ্রহ সবসময়ই তুঙ্গে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও দলের খেলা নিয়ে বেশ আগ্রহী।

শ্রীলঙ্কার ম্যাচ দেখার পর পাপন বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনিসকে বলেন, ‘আপনারা আমার হার্টটাকে শেষ করে দিলেন।’ যুক্তরাষ্ট্রে দলের সাথে অবস্থান করা জালাল গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিষয়টি জানিয়েছেন।

জালাল বলেন, ‘আমি যখন গাড়িতে ছিলাম তখন প্রেসিডেন্ট সাহেবের সাথে আমার কথা হচ্ছিল তখন বললো, “আপনারা আমার হার্টটাকে শেষ করে দিলেন।” আমি বলেছি আপনার একা না, আমাদেরও হার্টের অবস্থা খারাপ ছিল।’

ম্যাচের আগে দলের ক্রিকেটারদের সাথে বৈঠকে বসেছিলেন পাপন। পরে বৈঠক শেষে কী বলেছিলেন তাও খোলাসা করেছেন জালাল।

তিনি জানান, ‘যখন আলাপ করছিলাম প্রেসিডেন্ট সাহেব আমাদের সাথে ছিলেন, অনলাইনে আমরা ভার্চুয়ালি আলাপ করছিলাম ম্যাচের আগের দিন। আমাকে পরে বলেছিলেন, “না মনে হচ্ছে দল কিন্তু অনেক আত্মবিশ্বাসী মনে হয়েছে। কথাবার্তা তো সেরকম মনে হল।” আমি বলেছি ইয়েস, আমরা সিরিজ হেরেছি। কিন্তু তারা কামব্যাক করবে এই আত্মবিশ্বাস তাদের মধ্যে ছিল।’

১ ম্যাচে ১ জয়ের ফলে বর্তমানে বাংলাদেশের পয়েন্ট ২। বিশ্বকাপে টাইগারদের পরবর্তী ম্যাচ ১০ জুন শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় খেলা শুরু হবে।

শেয়ারনিউজ, ১০ জুন ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে