ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Sharenews24

‘ভারত-পাকিস্তান নিয়ে চিন্তিত নয়, ট্রফি জিতবই’

২০২৪ জুন ০৮ ২০:১৭:৪৬
‘ভারত-পাকিস্তান নিয়ে চিন্তিত নয়, ট্রফি জিতবই’

স্পোর্টস ডেস্ক : আগামী ১৭ থেকে ৩০ অক্টোবর নেপালের রাজধানী কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার তার ড্র ও গ্রুপিং হয়েছে। সেখানে ভারতের গ্রুপে পড়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

‘এ’ গ্রুপে তাদের সঙ্গী পাকিস্তান। গ্রুপ নিয়ে মোটেও চিন্তিত নন বাংলাদেশের ইংলিশ কোচ পিটার বাটলার। ট্রফি ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী বলেই মনে হচ্ছিল তাকে।

ঢাকার পাঁচ তারকা হোটেলে ড্র অনুষ্ঠানে গ্রুপ ‘বি’ তে জায়গা হয়েছে পাঁচবারের রানার্সআপ নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপের।

গ্রুপে একে অন্যের সঙ্গে খেলবে সবাই। শীর্ষ দুই দল মুখোমুখি হবে সেমিফাইনালে। এরপর বিজয়ী দুই দল লড়বে ট্রফির জন্য।

গ্রুপ দেখে বাটলার বলেছেন, আমি আশাবাদী। গ্রুপ দেখে মোটেও উদ্বিগ্ন নই। ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে আমরা নক আউটে খেলবো। এরপর সেমিফাইনাল ও ফাইনাল জিতে ট্রফি নিবো।

তিনি বলেন, ভারত তো ধরাছোঁয়ার বাইরের কোনও দল নয়। তাই আমি আত্ববিশ্বাসী। জানি বাংলাদেশ বর্তমান চ্যাম্পিয়ন। তাই যে করেই হোক শিরোপা জিততে খেলবো আমরা।

বাটলার যোগ করে বলেন, আমাদের দলে অনেক তরুণ খেলোয়াড় রয়েছে। ডিসিপ্লিন ঠিক থাকলে তাদেরকে টুর্নামেন্টের জন্য তৈরি করা যাবে। আমাদের হাতে সময় আছে। আশা করছি আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। সবকিছু ঠিক থাকলে শিরোপা ধরে রাখা সম্ভব হবে।

শেয়ারনিউজ, ০৮ জুন ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে