ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

রেমিট্যান্স যোদ্ধাদের চমকে দিলেন তামিম-মুশফিক

২০২৪ জুন ০৮ ১২:৩৩:১৪
রেমিট্যান্স যোদ্ধাদের চমকে দিলেন তামিম-মুশফিক

প্রবাস ডেস্ক : রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। পোশাক রপ্তানি খাতের পরেই এখাতের অবদান দ্বিতীয়। যারা রেমিটেন্স নিয়ে এসেছেন সেই রেমিট্যান্স যোদ্ধাদের সম্মান জানাতে, সম্প্রতি নগদ-এর প্রতিষ্ঠাতা এবং সিইও তানভীর এ মিশুক একটি অভিনব উদ্যোগ নিয়েছেন।

দেশপ্রেমিক রেমিট্যান্স যোদ্ধারা তাদের কষ্টার্জিত অর্থ দেশে স্বজনদের কাছে পাঠান তাদের জন্য নগদ অর্থের পক্ষ থেকে এমন আয়োজন সবাইকে অভিভূত করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে বসে আছেন যাত্রীরা। দেশের মাটিতে পা রাখার অপেক্ষায় সবাই! এরই মধ্যে হঠাৎ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে নিয়ে হাজির হন নগদের সিইও। দৃশ্যটি দেখে উপস্থিত সবাই বেশ অভিভূত।

এই সময় রেমিট্যান্স যোদ্ধাদের উদ্দেশে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘বাংলাদেশের যদি কেউ আসল হিরো হয়ে থাকেন, এটা হলেন আপনারা। বাংলাদেশের জন্য আপনারা যা করেছেন, তা আন্তরিকভাবে করতে থাকবেন। কারণ আপনারা যদি ভালো থাকেন, তাহলে বাংলাদেশ ভালো থাকবে। ’

ফ্লাইটে থাকা সকল প্রবাসীকে নগদের উদ্যোগে ফুল দিয়ে বরণ করা হয়। এই সময় অনেকেই সেলফি তুলে তামিম ও মুশফিকের সঙ্গে কথা বলেন। এক আবেগপ্রবণ প্রবাসী প্রবাসী সম্মানে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘বাবা-মাকে রেখে বিদেশ গিয়েছিলাম, এরপর দুইজনই চলে গেছে, কাউকেই দেখতে পারি নাই। ’ এমন সম্মাননায় তিনি অনেক খুশি ও সম্মানিত বোধ করছেন বলেও জানান।

জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মুশফিকুর রহিম রেমিট্যান্স যোদ্ধাদের সম্মান জানিয়ে বলেন, ‘আপনারা দিনের পর দিন, মাসের পর মাস এবং বছরের পর বছর পরিবার ছেড়ে বাইরে থেকে যে কষ্টটা করেন, সেটার জন্য আপনাদের যেন আমরা আপনাদের প্রাপ্য সম্মান দিতে পারি। আপনারা এ দেশের রিয়েল হিরো। ’

শেয়ারনিউজ, ০৮ জুন ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে