ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

যে সাত দেশের ক্রিকেটার নিয়ে যুক্তরাষ্ট্রের একাদশ!

২০২৪ জুন ০৭ ২১:৩৮:০২
যে সাত দেশের ক্রিকেটার নিয়ে যুক্তরাষ্ট্রের একাদশ!

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো খেলছে আমেরিকা। তারপর চমকের চমক দেখিয়ে চলেছে দেশটির ক্রিকেটাররা। মোট সাতটি দেশের ক্রিকেটাররা খেলছেন যুক্তরাষ্ট্রের জাতীয় দলে। আর এই নিয়েই বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তুলে নিয়েছে ঐতিহাসিক জয়।

পাকিস্তানের বিপক্ষে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নীতীশ কুমার। ভারতীয় বংশোদ্ভূত ব্যাটারের জন্ম কানাডার ওন্টারিয়োতে। তিনি প্রথমে ছিলেন কানাডার ক্রিকেটার। পরে আমেরিকার হয়ে খেলতে শুরু করেন। বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে আমেরিকার হয়ে খেলা ছয় ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারের তিন জনের জন্ম ভারতে।

আমেরিকার হয়ে বৃহস্পতিবার খেলেছেন আন্দ্রেস গৌস। এই উইকেটরক্ষক ব্যাটারের জন্ম দক্ষিণ আফ্রিকায়। নিজের দেশের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলেছেন তিনি। ৬০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

দলে ছিলেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন। কেন উইলিয়ামসের সাবেক এই সতীর্থের ১৩টি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। নিজের দেশে সুযোগ না পেয়ে আমেরিকায় চলে যান তিনি।

আমেরিকার আরেক পেসার আলি খানের জন্ম পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। যদিও প্রথম থেকেই তিনি আমেরিকার ক্রিকেটার। বিশ্বের বিভিন্ন প্রান্তে সারা বছর ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন তিনি।

এই নয় ক্রিকেটারের বাইরে এমন দু’জন ছিলেন যারা আমেরিকার। অ্যারন জোন্স এবং স্টিভেন টেলরের জন্ম আমেরিকায়। প্রথম থেকেই আমেরিকার হয়ে খেলেন ওপেনিং ব্যাটার টেলর।

মিডল অর্ডার ব্যাটার জোন্সের জন্ম আমেরিকায় হলেও তার পরিবার বার্বাডোজের বাসিন্দা। আমেরিকায় ক্রিকেট খেলা শুরু করলেও এক সময় নিজের মাতৃভূমির হয়ে খেলতেন। পরে আবার ফিরে আসেন নিজের জন্মভূমিতে। পাকিস্তানের বিপক্ষে জয়ে আমেরিকার অন্যতম নায়ক তিনি।

সব মিলিয়ে বৃহস্পতিবার আমেরিকার হয়ে খেলা ১১ জন ক্রিকেটারের মধ্যে ছ’জন ছিলেন ভারতীয় বংশোদ্ভুত। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, বার্বাডোজ এবং আমেরিকার এক জন করে ক্রিকেটার ছিলেন। আবার জন্মগতভাবে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আমেরিকা এবং কানাডা সাত দেশের ক্রিকেটাররা খেলেছেন আমেরিকার হয়ে।

শেয়ারনিউজ, ০৭ জুন ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে