ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Sharenews24

কালো টাকা সাদা করার প্রস্তাব

বেনজীরের সম্পদ বৈধ করার বিষয়ে যা বললেন এনবিআর চেয়ারম্যান

২০২৪ জুন ০৭ ১৯:৪৭:০২
বেনজীরের সম্পদ বৈধ করার বিষয়ে যা বললেন এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট কালো টাকা সাদা করার সুযোগ ফিরিয়ে আনা হয়েছে। এই নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় বইছে।

কালো টাকা সাদা করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা। রহমাতুল মুনিম।

আজ শুক্রবার (০৭ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ১৫ শতাংশ কর দিলে তার অপ্রদর্শিত সম্পদ বৈধ হবে কিনা।

এমন প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, বেনজীর আহমেদের সম্পদ তো ফৌজদারি প্রক্রিয়া বা আইনি প্রক্রিয়ার মধ্যে পড়ে গেছে। এই ধরনের প্রক্রিয়ায় কীভাবে বৈধ হবে। এটা তো এখন আদালতের এখতিয়ার। আদালতের নির্দেশ মোতাবেক বিষয়টি নিস্পত্তি হবে।

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাব অনুযায়ী, কোম্পানি ও করদাতারা নগদ, ব্যাংক আমানত, আর্থিক সিকিউরিটিজ বা অন্য কোনো ধরনের সম্পদের ওপর ১৫ শতাংশ কর দিলে এর উৎস সম্পর্কে সরকারি কোনো প্রতিষ্ঠান কোনো প্রশ্ন তুলতে পারবে না। এছাড়াও, নির্দিষ্ট ট্যাক্স দেওয়ার মাধ্যমে অপ্রদর্শিত জমি, ভবন, ফ্ল্যাট বা বাণিজ্যিক স্থানকে বৈধ করে নেওয়া যাবে।

শেয়ারনিউজ, ০৭ জুন ২০২৪

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে