ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

কাতারে জালালাবাদ অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

২০২৪ জুন ০৬ ২৩:৪৯:২৪
কাতারে জালালাবাদ অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

প্রবাস ডেস্ক : কাতারস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি সিএম সামির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গত রোববার ফিরোজ আব্দুল আজিজ মানিক পুর ঘরোয়া রেষ্টুরেন্টে ঢাকা এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতির কাতার জালালাবাদ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে ৩ মাসের জন্য ১২ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটির অনুমোদন দেন।

কেন্দ্রীয় কমিটি আগামী ৩ মাসের মধ্যে নতুন কার্যকরী কমিটি গঠন করার জন্য নির্দেশ প্রধান করেন। যদি কোন কারণে ৩ মাসের মধ্যে নতুন কার্যকরী কমিটি গঠন করতে ব্যর্থ হয়, তাহলে এই নির্বাচন কমিটি ও ৩ মাসের অনুমোদিত কার্যকরী কমিটি উভয় কমিটি বাতিল বলে গণ্য হবে।

কেন্দ্রীয় জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, কাতার জালালাবাদ অ্যাসোসিয়েশন সিলেট বাসীর প্রাণের সংগঠন। এই সংগঠনের মাধ্যমে আপনারা সিলেটবাসী ঐক্যবদ্ধ থাকবেন এবং ভবিষ্যতে বিশ্বের দরবারে সিলেট বাসির ভাবমূর্তি উজ্জ্বল রাখবেন। তিনি বলেন, দয়া করে কাতার জালালাবাদ অ্যাসোসিয়েশন নিয়ে কোনো রকমের গ্রুপিং করার চেষ্টা করবেন না।

সিএম সামির আরো বলেন, প্রবাসীরা চাইলে প্রবাসী ব্যাংক থেকে সব ধরনের সুযোগ সুবিধা নিতে পারবেন কোনোরকম হয়রানি ছাড়া।

যদি কোন কাতার প্রবাসী অথবা যে কোন প্রবাসী ব্যাংকে গিয়ে হয়রানির শিকার হন তাহলে জালালাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সভাপতি সিএম সামির সাথে যোগাযোগ করবেন, তিনি প্রবাসীদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আবু তাহের চৌধুরী, শাহিন আহমেদ, মালেক আহমেদ, বদরুল আলম,বদরুল মিয়া,হাসান আহমেদ, নোমান আহমেদ, জয়নাল আহমেদ, নাজিম মিয়া,রিয়াজ আহমদ, রেজাউল করিম রেজু,আবদুল মালিক, আবদুল হামিদ,আবদুল জলিল, সৈয়দ হারুন মিয়া ও কয়েছ মিয়া প্রমুখ।

শেয়ারনিউজ, ০৬ জুন ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে