ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

বাজেটের দিনে মোড় ঘুরেছে শেয়ারবাজারের

২০২৪ জুন ০৬ ১৫:১৭:২০
বাজেটের দিনে মোড় ঘুরেছে শেয়ারবাজারের

নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে কেবল পতন আর পতন। যুদ্ধ বিগ্রহ, অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক অস্থিরতা, সর্বশেষ আসন্ন বাজেটে গেইন ট্যাক্স আরোপ- এসব নানা বিষয়কে কেন্দ্র করে গত এক বছর যাবত চলছে পতনের মাতম। কেবল চলতি বছরের ৫ মাসেই শেয়ারবাজারে হাজার পয়েন্টের বেশি সূচক উধাও হয়ে গেছে। এতে বিনিয়োগকারীদের মূলধন খোয়া গেছে ১ লাখ ২৭ হাজারের বেশি টাকার।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত বছরের ৫ জুন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ছিল ৬ হাজার ৩৫৬ পয়েন্ট। এক বছর পর আজ ০৬ জুন সূচক কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৩৭ পয়েন্টে। এক বছরে সূচক কমেছে ১ হাজার ১১৯ পয়েন্ট।

এতে দেখা যায়, ০৫ জুন, ২০২৩ তারিখে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৪ হাজার কোটি ০৩ লাখ টাকা। আর এক বছর পর আজ ০৬ জুন ডিএসইর বাজার মূলধন কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৪৭ লাখ কোটি টাকায়। এক বছরের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১ লাখ ২৭ হাজার ৫৬ লাখ টাকা।

গত এক মাসে গেইন ট্যাক্সের খবরে ডিএসইর সূচক কমেছে সবচেয়ে বেশি। এই সময়ে সূচক কমেছে প্রায় ৫০০ পয়েন্ট এবং বাজার মূলধন কমেছে প্রায় ৬৫ হাজার কোটি টাকা। গত এক মাসে প্রতি সপ্তাহেই সূচক ও মূলধন উধাও হয়েছে। চলতি সপ্তাহেও ডিএসইর সূচক কমেছে ১৪ পয়েন্টের বেশি এবং বাজার মূলধন কমেছে ২ হাজার ৪৪৫ কোটি টাকার বেশি।

বৃহস্পতিবারের বাজার পর্যালোচনা

আজ বৃহস্পতিবার (০৬ জুন) ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১২.৯৫ পয়েন্ট বেড়েমে অবস্থান করছে ৫ হাজার ২৩৭ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৩৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৫৭ পয়েন্টে।

আজ ডিএসইতে ৫৪২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৩৮১ কোটি ৩৪ লাখ টাকার। আজ লেনদেন বেড়েছে ১৬১ কোটি ২৬ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টির।

অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএই) আজ লেনদেন হয়েছে ১৪ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের দিন লেনদেন হয়েছিল ১৬৯ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

এদিন সিএসইতে ১৯৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের।

আগের দিন লেনদেন হয়েছিল ২২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এরমধ্যে দর বেড়েছিল ৬১টির, কমেছিল ১৩৯টির এবং অপরিবর্তিত ছিল ২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।

শেয়ারনিউজ, ০৬ জুন ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে