ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ঈদে প্রবাসীদের পাশে বিকাশ, ২৫ হাজার টাকা উপহার!

২০২৪ জুন ০৬ ১০:৫৮:৪৫
ঈদে প্রবাসীদের পাশে বিকাশ, ২৫ হাজার টাকা উপহার!

নিজস্ব প্রতিবেদক : “এবারের ঈদে প্রবাসীদের পাশে থাকছে বিকাশ। বিকাশের পক্ষ থেকে ২৫ হাজার টাকা উপহার দেওয়া হচ্ছে প্রবাসীদের। আপনার উপহার পেতে লিঙ্কে ক্লিক করুন” ঈদকে ঘিরে এই ধরনের কন্টেন্ট নিয়ে সয়লাব নেটপাড়া।

তবে সাবধান, এই ধরনের বার্তাগুলির কোনও লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না। ক্লিক করলে, আপনি অবিলম্বে সবকিছু হারাবেন।

এটা মূলত হ্যাকারদের ফিশিং ফাঁদ। যেখানে এক ক্লিকেই আপনার সকল ব্যক্তিগত তথ্য-উপাত্ত চলে যেতে পারে হ্যাকারের কাছে। হতে পারে বিপদ।

প্রযুক্তির উন্নতির সাথে সাথে বাড়ছে ইন্টারনেট জগতে অপরাধের সংখ্যা। ঠিক এরকম এক অপরাধ মাথা চাড়া দিয়েছে এই যুগে, নাম সাইবার ক্রাইম।

কিছু অসাধু চক্র মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে ঘটাচ্ছে নানা ঘটনা। কেবল একটা ম্যাসেজের মধ্য দিয়ে বড় বড় অপরাধ ঘটে যাচ্ছে। খোয়া যাচ্ছে শতকোটি টাকা। একবার ফোনের কিংবা কম্পিউটারের সকল উপাত্ত তাদের হাতে চলে গেলে ঘটতে পারে ব্ল্যাকমেইলের মতো ঘটনা। মোবাইলের ম্যাসেজ অপশন ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিংবা ইমেইলের মাধ্যমে এই ধরনের স্প্যাম লিংক পাঠানো হয়।

বিভিন্ন লটারির পুরষ্কার কিংবা নামীদামী কোম্পানির অফারের নামে লোভ দেখিয়ে ফিশিং লিংক পাঠানো হয়। তাদের এমন ফাঁদে না বুঝে মুহূর্তেই পা দেন অনেকেই।

এইসব লিংকে ক্লিক করলেই আইডি-পাসওয়ার্ডসহ অন্যান্য সকল তথ্য মুহূর্তেই চলে যেতে পারে হ্যাকারদের কাছে। এতে ব্যক্তিগত তথ্য চুরি সহ খোয়াতে পারেন ব্যাংকে জমানো টাকা। প্রবাসীদের এসব সাইবার অপরাধীদের থেকে নিজেকে রক্ষা করতে অপরিচিত কোনো লিংকে ক্লিক না করতে পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ারনিউজ, ০৬ জুন ২০২৪

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে