ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

যুক্তরাষ্ট্রে সম্মেলন করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্ররা

২০২৪ জুন ০৫ ২১:২৭:০৫
যুক্তরাষ্ট্রে সম্মেলন করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্ররা

প্রবাস ডেস্ক : চিটাগাং ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ (সিএইচবিএ) যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে দুই দিনব্যাপী সম্মেলন করতে যাচ্ছে। বস্টনে এক সংবাদ সম্মেলন থেকে আয়োজনের নানা প্রস্তুতি ও ব্যবস্থাপনা সম্পর্কে জানায় সংগঠনটি।

আসছে ২৬ জুলাই হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং ২৭ জুলাই ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ক্যাম্পাসে এই সম্মেলন আয়োজন করতে যাচ্ছেন তারা।

সম্মেলনের আহবায়ক ও আয়োজক সংগঠনের ম্যাসাচুসেটস শাখার সভাপতি অধ্যাপক মোঃ জানে আলম এবং সম্মেলনের সদস্য সচিব ও সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুর আর চৌধুরী টিপু।

বোস্টন থেকে প্রতাপচন্দ্র শীল জানান, সম্মেলন কমিটির সভাপতি রায়হানুল ইসলাম চৌধুরী সম্মেলনের বিভিন্ন দিকনির্দেশনাসহ লিখিত বক্তব্য উপস্থাপন করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আয়োজকরা জানান, সম্মেলনে বাংলাদেশের শিক্ষা কারিকুলাম, বিদেশে পড়াশোনা, বাংলাদেশে দীর্ঘস্থায়ী কৃষি ব্যবস্থাপনা বিষয়ক আলাদা সেমিনার অনুষ্ঠিত হবে। প্রবাসে থেকে বাংলাদেশের জন্য কাজ করা এবং উচ্চশিক্ষা নিতে যুক্তরাষ্ট্রে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতা করার নানা লক্ষ্য সামনে রেখে এ সম্মেলন সাজানো হয়েছে।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবু তাহের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আব্দুল করিম এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম সম্মেলনে আসার ‘সম্মতি দিয়েছেন’ বলে জানান আয়োজকরা।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সিনিয়র সদস্য জমিলা ইলিয়াছ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র শীল, শিক্ষা ও সংস্কৃতি বিভাগের পরিচালক রাহাতুল আশেকিন রাহী, আবদুল বাসেদ প্রমুখ।

শেয়ারনিউজ, ০৫ জুন ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে