ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ভিসার সময় বাড়াতে মালয়েশিয়ার কাছে আবেদন করেছে বাংলাদেশ

২০২৪ জুন ০৫ ২১:৩২:১২
ভিসার সময় বাড়াতে মালয়েশিয়ার কাছে আবেদন করেছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : বৈধ ভিসা যাদের আছে, তাদেকে মালয়েশিয়ায় যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মালয়েশিয়া সরকার এই আবেদন বিবেচনায় নেবে বলে আশা তার।

আজ বুধবার (৫ জুন) মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মোহাম্মদ হাশিমের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী জানিয়েছেন, ঢাকায় নিযুক্ত মালয়েশীয় হাইকমিশনার বাংলাদেশি কর্মীদের অনুমতির আবেদনের বিষয়টি তাঁর নিজ দেশের সরকারকে বিবেচনা করতে বলবেন।

শফিকুর রহমান চৌধুরী বলেন, ২০২১ সালে মালয়েশিয়ার সঙ্গে হওয়া চুক্তির শেষ তারিখ ছিল ৩১ মে। সে সময়ের মধ্যে প্রায় ১৭ হাজার মানুষের ভিসা ইস্যু হয়েছে। মালয়েশিয়ার হাইকমিশনারের মাধ্যমে দেশটির সরকারের কাছে আবেদন করা হয়েছে যাতে ভিসাপ্রাপ্তদের অনুমতি দেওয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘‘বাংলাদেশ আন্তরিকভাবে বিশ্বাস করে মালয়েশিয়া বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। আমার বিশ্বাস, মালয়েশিয়া এ আবেদন বিবেচনা করবে।’’

শেয়ারনিউজ, ০৫ জুন ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে