ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

১৫ বছর পর টি-২০ বিশ্বকাপে মুখোমুখি ভারত-আয়ারল্যান্ড

২০২৪ জুন ০৪ ২১:৩৬:০৮
১৫ বছর পর টি-২০ বিশ্বকাপে মুখোমুখি ভারত-আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ইতিহাসে দীর্ঘ ১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে ভারত ও আয়ারল্যান্ড। চলমান বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে বুধবার (৫ জুন) মাঠে নামছে এই দুই দল। ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ দেখা হয়েছিল তাদের।

বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় সাক্ষাৎকে জয় দিয়ে উদযাপন করতে চায় উভয় দলই। নিউইয়র্কে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে খেলতে নামবে দু’দল।

২০০৯ সালে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিলো ভারত-আয়ারল্যান্ড। টি-টোয়েন্টি ফরম্যাটে সেটি ছিল দু’দলের প্রথম মোকাবেলা। ইংল্যান্ডের নটিংহামে অনুষ্ঠিত ওই ম্যাচে ভারত ৮ উইকেটে হারিয়েছিলো আইরিশদের।

এরপর ছয়টি বিশ্বকাপ চলে গেলেও সংক্ষিপ্ত ভার্সনের মেগা ইভেন্টে দেখা হয়নি তাদের। অবশেষে বিশ্বকাপের নবম আসরে গ্রুপ পর্বের ম্যাচে একে অপরের বিপক্ষে মাঠে নামবে ভারত-আয়ারল্যান্ড।

২০০৯ সালের বিশ্বকাপের পর তিন দফায় আয়ারল্যান্ড সফরে ৬ টি-টোয়েন্টি খেলেছে ভারত। সবগুলোতেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া।

যে কারণে আইরিশদের বিপক্ষে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে শতভাগ জয় আছে ভারতের।আয়ারল্যান্ডের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড অব্যাহত রাখার মিশন তাদের।

২০০৯ থেকে সবগুলো বিশ্বকাপে খেলেছে আয়ারল্যান্ড। এর মধ্যে ২০২২ সালে সর্বশেষ আসরেই সবচেয়ে বেশি ৩ ম্যাচ জিতেছিলো তারা। গ্রুপ পর্বে দুই ম্যাচ ও সুপার টুয়েলভে ১টি ম্যাচ জিতেছিলো আইরিশরা।

এরই মধ্যে তারা গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে এবং সুপার টুয়েলভে বৃষ্টিতে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়েছে।

শেয়ারনিউজ, ০৪ জুন ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে