ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

এমাবাপ্পেকে বাদ দিয়ে দল ঘোষণা করলো ফ্রান্স

২০২৪ জুন ০৪ ১৯:০২:০৪
এমাবাপ্পেকে বাদ দিয়ে দল ঘোষণা করলো ফ্রান্স

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে আসন্ন গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ফ্রান্স। দেশটির ঘোষণা করা এই দলে নেই ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে এবং আন্তোইন গ্রিজম্যান।

এই দুই তারকা ফুটবলারই প্যারিস গেমসে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু তাদের স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ বলেছে যে তারা এমবাপ্পে এবং গ্রিজম্যানকে অলিম্পিকের জন্য ছেড়ে দেবে না।

আগামী ১৪ জুন থেকে ১৪ জুলাই জার্মানীতে অনুষ্ঠিতব্য ইউরো চ্যাম্পিয়নশীপে এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্স দল মাঠে নামবে।

দেশটির অলিম্পিক কোচ থিঁয়েরি অঁরি বলেন, ‘সবকিছুই সবার জন্য উন্মুক্ত আছে। কিন্তু আমাকে একটি তালিকা দিতে হবে যাতে করে সবাই প্রস্তুত থাকতে পারে। কিন্তু আমরা কারো জন্য দরজা বন্ধ করছি না। একটি বাস্তবসম্মত তালিকাই আমাকে দিতে হবে।’

পিএসজি জুটি ওয়ারেন জাইরি-এমেরি এবং ব্র্যাডলি বারকোলা এবং লিয়ন ফরোয়ার্ড আলেকজান্দ্রে ল্যাকাজেটকে প্রাথমিক দলে রাখা হয়েছে। পিএসজির একটি সূত্র জানিয়েছে যে তারা জাইরি-এমেরি এবং বারকোলাকে ছেড়ে দিতে অস্বীকার করেছে। এই দুজনকে ইউরো দলেও ডাকা হয়েছে।

আগামী ২৪ জুলাই অলিম্পিকে ফুটবল ইভেন্ট শুরু হচ্ছে। ফ্রান্সের গ্রুপের রয়েছে যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড ও গিনি।

ফ্রান্সের প্রাথমিক স্কোয়াড:গোলরক্ষক: লুকাস শেভালিয়ের, ওবেদ এনকাম্বাদিও, গুইলামে রেস্টেস, রবিন রাইসার;

ডিফেন্ডার: বাফদে দিয়াকাইতে, ম্যাক্সিম এস্তেভে, ব্র্যাডলি লোকো, ক্যাসিলো লুকেবা, কিলিয়ান সিলদিল্লিয়া। আদ্রিয়েন ত্রুফার্ট, লেনি ইয়োরো;

মিডফিল্ডার: ম্যাগনেস আক্লিঔচে। জরিস চোটার্ড, ডিজায়ার দৌয়ি, মানু কোনে, এনজো মিলোত, খেপরান থুরাম, লেসলি উগোচৌকুও, ওয়ারেন জাইরে এমরি;

ফরোয়ার্ড: ব্র্যাডলি বারকোলা, আরনুদ কালিমুয়েন্দো, আলেক্সান্দ্রে লাকাজাতে, জ্যাঁ-ফিলিপ্পে মাতেটা, মাথিয়াস তেল ও মাইকেল ওলিসে।

শেয়ারনিউজ, ০৪ জুন ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে