ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

বিশ্বকাপে শ্রীলঙ্কার লজ্জার রেকর্ড

২০২৪ জুন ০৪ ০৫:৩৯:৪৫
বিশ্বকাপে শ্রীলঙ্কার লজ্জার রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমে দক্ষিণ আফ্রিকার বোলারদের কাছে নাস্তানাবুদ হয়েছে শ্রীলঙ্কা।

লঙ্কানরা টসে জিতে আগে ব্যাট করে। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত খুব খাপার পারফরমেন্ট দেখায় দলটি। ইনিংসের ৫ বল বাকি থাকতেই মাত্র ৭৭ রানে অলআউট হয় লঙ্কানরা। যা তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

আফ্রিকার বোলারদের তোপের মুখে শ্রীলঙ্কার মাত্র তিনজন ব্যাটার ছুতে পেরেছেন দুই অঙ্কের ঘর। কুশাল মেন্ডিস ১৯, অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৬ ও কামিন্দু মেন্ডিস করেন ১১ রান।

বাকিদের মধ্যে দাসুন শানাকা ৯, মহেশ থিকশানা ৭, চারিখ আসালাঙ্কা ৩ ও পাথুম নিসাঙ্কা করেন ৩ রান। ওয়ানিন্দু হাসারাঙ্গা, সাদিরা সামারাবিক্রমা, মাথিশা পাথিরানা ও নুয়ান থুশারা আউট হন শূন্য রানে।

এদিন আফ্রিকার বলাররা তান্ডব দেখান। অ্যানরিখ নরকিয়া শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের দিশেহারা করেন। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৪টি উইকেট নেন তিনি।

অন্যদিকে কাগিসু রাবাদা ৪ ওভারে ১ মেডেনসহ ২১ রান দিয়ে নেন ২টি উইকেট। কেশব মহারাজ ৪ ওভারের ২২ রান দিয়ে নেন ২টি উইকেট। আর বিশ্বকাপে অভিষেক হওয়া অটনিল বার্টম্যান ৪ ওভারে ১ মেডেনসহ ৯ রান দিয়ে নেন ১টি উইকেট।

শেয়ারনিউজ, ০৩ জুন ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে