ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

দিবালাকে বাদ দেওয়ার কারণ জানালেন কোচ স্কালোনি

২০২৪ জুন ০৩ ১৯:৩৩:২৯
দিবালাকে বাদ দেওয়ার কারণ জানালেন কোচ স্কালোনি

স্পোর্টস ডেস্ক : পাওলো দিবালা তার দুর্দান্ত বাঁ পায়ের দক্ষতা এবং দ্রুত শটের জাদু দেখিয়ে আর্জেন্টিনার ফুটবলের নজর কেড়েছিলেন। তার পায়ের জাদু দেখার পর ভাবা হচ্ছিলো আর্জেন্টিনার পরবর্তী তারকা হবেন তিনি। তবে ইনজুরি আর দলের পজিশনের জন্য নিয়মিত হতে পারেননি এই তারকা।

ধারানা দিবিলা বাঁ-পায়ে এবং দলের শুরুর একাদশে জায়গা পান না। কারণ, সেখানে মেসি ও ডি মারিয়াকে নিয়ে একটি পরিকল্পনা করেছিলেন কোচ স্কালোনি। এদিকে, দিবালা আসন্ন কোপা আমেরিকা দল থেকে বাদ পড়তে চলেছেন বলে গুঞ্জন রয়েছে।

এর আগে ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচের স্কোয়াডে নেই দিবালা। সোমবার এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

তিনি বলেন, এটা শুধু তার (দিবালা) কথা নয়। আপনি যখন একজন খেলোয়াড়কে বাদ দেন, বিশেষ করে আমরা যে কন্ডিশনে করেছি, সেটা সবসময়ই কঠিন। তার প্রতি আমাদের বিশেষ অনুরাগ আছে। তবে আমি সবসময় বলে আসছি যে দল আগে আসে।

‘যখন দখলের কথা আসে, বিশেষ করে কিছু এলাকায় আমাদের সমস্যা হয়। আমাদের একটি সিদ্ধান্ত নিতে হয়েছিল। পৃথিবীর সমস্ত যন্ত্রণা নিয়ে আমরা দিবালা ছেড়েছি।’

খেলোয়াড়দের ফিটনেস প্রসঙ্গে স্কালোনি বলেন, কিছু খেলোয়াড়ের অবস্থা ভালো নয়। কিছু জায়গায় খেলোয়াড়দের শারীরিক অবস্থা নিয়ে আমাদের সন্দেহ আছে। আমাদের অনেক জায়গা জুড়ে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। সে কারণে দলের সঙ্গে অতিরিক্ত খেলোয়াড় রয়েছে।

গত বছরের শেষ দিকে স্কালোনি আর্জেন্টিনা ছাড়তে চেয়েছিলেন বলে গুঞ্জন উঠেছিল। তবে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি অন্য কিছু না ভাবলে আপাতত মেসির সঙ্গেই থাকবেন বলে জানিয়েছেন স্কালোনি।

তিনি বলেন, আমার ভবিষ্যৎ? নভেম্বরে আমি ইতিমধ্যেই খারাপ সময় পার করেছি। এখন শক্তি যোগ করুন এবং নিজেকে মেলে. আমি এই মুহূর্তে ভালো আছি। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি অন্যথা না ভাবলে আমি এখানে আছি।

শেয়ারনিউজ, ০৩ জুন ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে