ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

সম্পদ মূল্য কমেছে ৪ ব্যাংকের

২০২৪ জুন ০৩ ১৮:২৬:৩১
সম্পদ মূল্য কমেছে ৪ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ৩৬টি কোম্পানির মধ্যে ৩৫টি প্রতিষ্ঠান প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) কমেছে ৪টি প্রতিষ্ঠানের। একই সময়ে শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ৩১টির। আর অপরিবর্তিত রয়েছে ১টির। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সম্পদ কমে যাওয়া কোম্পানিগুলো হলো- সিটি ব্যাংক, আইসিবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি।

সিটি ব্যাংক

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৮৪ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৩১ টাকা ৪২ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য কমেছে ৫৮ পয়সা।

আইসিবি ব্যাংক

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১৯ টাক ৫৭ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল মাইনাস ১৮ টাকা ৬৭ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্যের লোকসান বেড়েছে ৯০ পয়সা।

ন্যাশনাল ব্যাংক

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৯২ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১১ টাকা ৯২ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য কমেছে ৭ টাকা।

সাউথইস্ট ব্যাংক

চলতি অর্থবছরেরপ্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৫৬ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২৬ টাকা ০৫ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য কমেছে ৪৯ পয়সা।

শেয়ারনিউজ, ০১ মে ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে