ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

প্রতারণার শিকার হয়ে নিঃস্ব

মালয়েশিয়ায় যেতে পারলো না ৫০ হাজার বৈধ কর্মী

২০২৪ জুন ০১ ২৩:২৪:৪৪
মালয়েশিয়ায় যেতে পারলো না ৫০ হাজার বৈধ কর্মী

নিজস্ব প্রতিবেদক : এজেন্সি ও নিয়োগকর্তাদের প্রতারণার কারণে ভিসা থাকা সত্ত্বেও ৫০ হাজারের বেশি কর্মী মালয়েশিয়া যেতে পারেনি। শনিবার কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানিয়েছে।

এদিকে, বৈধ শ্রমিকরা মালয়েশিয়া যেতে না পারার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেছেন, দোষীদের ছাড় দেওয়া হবে না।

মালয়েশিয়ায় প্রবেশের শেষ দিন ৩১ মে মোট ১২টি ফ্লাইটে দুই হাজারের বেশি কর্মী মালয়েশিয়া গেছেন। মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব সুফি আবদুল্লাহিল মারুফ জানান, শুক্রবার দুপুর ১২টার পর বাংলাদেশের শ্রমিকরা মালয়েশিয়ার অভিবাসন পাস করেন।

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার বলেন, হাইকমিশন ৫ লাখ ২৭ হাজারের বেশি চাহিদাপত্র যাচাই করেছে। এই পর্যন্ত মালয়েশিয়ায় এসেছেন ৪ লাখ ৭২ হাজারের বেশি শ্রমিক।

তবে বিএমইটির তথ্য বলছে, মালয়েশিয়ায় শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ায় অভিবাসন প্রত্যাশী প্রায় ৩০ হাজার বাংলাদেশি অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

শুক্রবার মধ্যরাতে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসান কুয়ালালামপুর বিমানবন্দরে বলেন, "আমরা ৫ লাখ ২৭ হাজার চাহিদাপত্র যাচাই করেছি। এই পর্যন্ত ৪ লাখ ৭২ হাজারের বেশি কর্মী মালয়েশিয়ায় এসেছেন। তাদের নিশ্চিত করতে কমিশন চেষ্টা করবে। তারা যে কাজের জন্য এসেছে তার জন্য সঠিকভাবে অর্থ প্রদান করা হয়।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ঘোষণা করেছেন, শ্রমিকরা কেন মালয়েশিয়া যেতে পারছে না তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এই সংকট সৃষ্টির জন্য যারা দায়ী, তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে এসব অভিযোগ উঠবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখতে দূতাবাস মো. যেসব বাংলাদেশি ভিসা পেয়েও মালয়েশিয়া যেতে পারেননি, তাদের দ্রুত সেখানে পাঠানোর চেষ্টা অব্যাহত থাকবে বলে জানা গেছে।

শেয়ারনিউজ, ০১ জুন ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে