ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের

২০২৪ মে ৩১ ১৮:২১:৪০
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের

নিজস্ব প্রতিবেদক : দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ। তারা বলছেন, এর প্রভাবে নিত্যপণ্যের দাম আরও বাড়বে।

তারা বলছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় শুধু পরিবহন নয়, অন্যান্য সব খাতেই পড়বে এর প্রভাব।

বৃহস্পতিবার (৩০ মে) জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এতে দেখা যায়, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৭ টাকা থেকে বেড়ে হয়েছে ১০৭ টাকা ৭৫ পয়সায়। ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখা হয়। পেট্রোল ও অকটেনের দাম বেড়েছে লিটারে আড়াই টাকা।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে মার্চ থেকে জ্বালানির স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। প্রথম দুই দফায় দাম কমার পর এই নিয়ে দাম বাড়ল দুই দফা।

বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারের তুলনায় এখনো দেশে জ্বালানির দাম অনেক বেশি। তাই এখাতে কর কমিয়ে দাম সমন্বয় করা হলে মূল্যস্ফীতি কমে আসবে।

জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন বলেন, ‘আন্তর্জাতিক বাজারে যে দামটা রয়েছে সে তুলনায় এখানে যে দামটা ফিক্সড করা হয়েছে তা বেশি। সরকার এখানে রাজস্ব আয় হিসেবে এটি গ্রহণ করছে। নিত্যপণ্যে কোনো ট্যাক্স থাকা উচিত না। কেননা এতে মূল্যস্ফীতির একটি বড় সম্পর্ক রয়েছে।’

ভোক্তারা বলছেন, বাজারে এমনিতেই নিত্যপণ্যের দাম চড়া। এর মধ্যে আবারও জ্বালানির দাম বাড়ায় জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে, সংসার চালানোই কঠিন হয়ে পড়বে।

এবার নতুন জ্বালানির দাম কার্যকর হবে ১ জুন থেকে। এর আগে সর্বশেষ গত ৩০ এপ্রিল ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি এক টাকা এবং অকটেন ও পেট্রলের দাম লিটারপ্রতি ২ টাকা ২৫ পয়সা করে বাড়ানো হয়।

শেয়ারনিউজ, ৩১ মে ২০২৪

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে