ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

কোপা আমেরিকার আগেই অবসরের ঘোষণা দিলেন কাভানি

২০২৪ মে ৩১ ১৬:০১:৫২
কোপা আমেরিকার আগেই অবসরের ঘোষণা দিলেন কাভানি

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ খ্যাত টুর্নামেন্ট কোপা আমেরিকার ৪৮তম আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামী ২১ জুন। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে স্কোয়াড ঘোষণা করতে শুরু করেছে দলগুলো।

তবে এর মধ্যেই অবসরের ঘোষণা দিয়েছেন উরুগুয়ের তারকা ফুটবলার এদিনসন কাভানি। যে কারণে আসন্ন কোপা আমেরিকায় উরুগুয়ের জার্সিতে খেলা হচ্ছে না ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের।

বৃহস্পতিবার (৩০ মে) নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম আইডিতে অবসরের ঘোষণা দিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন এই ফুটবল তারকা।

কাভানি বলেন, উরুগুয়ে দলের সঙ্গে ভ্রমণটা আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। আমি আজ (বৃহস্পতিবার) উরুগুয়ে দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

তবে সব সময় প্রিয় দলকে অনুসরণ করব, তখনও আমার হৃদয় কাঁপবে। এই সুন্দর জার্সিটি পরে মাঠে নামার সময় যেমন হতো।

তিনি আরো বলেন, নিঃসন্দেহে (উরুগুয়ে দলের সঙ্গে কাটানো) সেই বছরগুলো অনেক মূল্যবান ছিল। আমার বলার ও মনে রাখার মতো হাজার হাজার জিনিস থাকবে।

তবে ক্যারিয়ারের নতুন পর্যায়ে নিজেকে সঁপে দিতে চাই এবং যেখানে আমাকে থাকতে হবে, সেখানেই সব উজাড় করে দিতে চাই।’

উরুগুয়ের জার্সিতে ১৩৬ ম্যাচ খেলে দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ গোল করেছেন কাভানি।

২০১১ সালে কোপা আমেরিকাজয়ী উরুগুয়ে দলের সদস্য তিনি। তার চেয়ে ১০ গোল বেশি নিয়ে শীর্ষে আছেন লুইস সুয়ারেজ।

শেয়ারনিউজ, ৩১ মে ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে