ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

চার রেকর্ডের অপেক্ষায় টি-টোয়েন্টি বিশ্বকাপ

২০২৪ মে ৩০ ১২:২৯:৩৯
চার রেকর্ডের অপেক্ষায় টি-টোয়েন্টি বিশ্বকাপ

নিজস্ব প্রতিবেদক : আর দুদিন পরেই শুরু হচ্ছে বিশ্ব ক্রিকেটের বড় আসর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। জমজমাট এই ক্রিকেট আসর বসবে যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে।

খেলা শুরুর পর ২৬ দিন ক্রিকেট ভক্তদের চোখ থাকবে মাঠ এবং মাঠের বাইরের পরিসংখ্যানের দিকে। ভক্তদের নজরে থাকবে ক্রিকেটের রেকর্ড আর সব রোমাঞ্চের ওপর।

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে দেখা গিয়েছিল রেকর্ড ভাঙ্গাগড়ার ইতিহাস। ক্রিকেটপ্রেমির প্রত্যাশা এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও তেমন কিছু দেখা যাবে। ক্রিকেটের ধারাবাহিকতায় এবারের আসরে নিশ্চিতভাবেই দেখা যাবে অনেক রেকর্ড।

এক নজরে দেখে নেয়া যাক এমন কিছু রেকর্ড, যা দেখা যেতে এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসবে-

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি চার উইকেট নেওয়ার রেকর্ড এখন প্রাক্তন শ্রীলঙ্কার ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনের। টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ১১১টি চার মেরেছেন তিনি। তবে এই টুর্নামেন্টে তাঁকে ছাড়িয়ে যেতে পারেন বিরাট কোহলি। জয়াবর্ধনেকে পেছনে ফেলেছেন বিরাট কোহলি।

বিরাট কোহলি ১০৩টি চার হাঁকিয়েছেন। আর ৯টি চার মারলেই লঙ্কান কিংবদন্তিকে ছাড়িয়ে যাবেন কোহলি। জয়াবর্ধনে ও কোহলির পেছনের মানুষটিও একজন ভারতীয়। অধিনায়ক রোহিত শর্মা করেন ৯১টি চার। চতুর্থ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তিনি মেরেছেন ৮৬টি চার।

প্রথমবারের মতো এবারের বিশ্বকাপে আসছে ২০টি দল। ওডিআই বা টি-টোয়েন্টি, যে কোনো পরিমাপে, এটি যেকোনো দেশের সবচেয়ে বড় বিশ্বকাপ অংশগ্রহণ। দল বাড়ায় ম্যাচ খেলার সুযোগও বাড়ছে। সবচেয়ে বেশি রান বা উইকেটের রেকর্ডও কেউ ভাঙতে পারে।

বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের নতুন রেকর্ড দেখা যেতে পারে এবার। ঠিক যেমনটা দেখা গিয়েছিল ওয়ানডে বিশ্বকাপে। ২০১৪ বিশ্বকাপে কোহলির ৩১৯ রান এখনও একক বিশ্বকাপে সর্বাধিক রানের রেকর্ড। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা সব উইকেটের শীর্ষে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ১৬ উইকেট নিয়েছিলেন।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ডও ভাঙতে পারেন তিনি। এবি ডি ভিলিয়ার্স এখন পর্যন্ত ২৩টি ক্যাচ নিয়ে তালিকার শীর্ষে। নিউজিল্যান্ডের ক্রিকেটার মার্টিন গাপটিলের ১৯টি ক্যাচ রয়েছে। দুজনই এখন প্রাক্তন।

দুজনের মাঝখানে শেষ বিশ্বকাপ খেলতে আসা ডেভিড ওয়ার্নার। এই অসি ওপেনার নিয়েছেন ২১টি ক্যাচ। আর তিনটি ক্যাচের অপেক্ষায় তিনি। রোহিত শর্মা ও গ্লেন ম্যাক্সওয়েল ১৬টি করে ক্যাচ নেন।

এখন পর্যন্ত কোনো দলই একসঙ্গে আইসিসির সব প্রতিযোগিতা জিততে পারেনি। সেই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার। তারা গত বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে বিশ্বকাপ জিতেছে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে নতুন নজির গড়বে তারা।

শেয়ারনিউজ, ৩০ মে ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে