ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের পিঠা উৎসব

২০২৪ মে ২৭ ০৬:১০:৩৭
অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের পিঠা উৎসব

প্রবাস ডেস্ক : অস্ট্রেলিয়ার নর্থ কুইন্সল্যান্ডের টাউনসভিলে বসবাসরত বাংলাদেশিরা বার্ষিক পিঠা উৎসব ও বারবিকিউ উৎসব উদযাপন করেছেন।

রোববার (২৬ মে) সাউথ টাউনসভিলের বোটিং রিক্রিয়েশনাল পার্কে এই উৎসব অনুষ্ঠিত হয়।

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা টাউনসভিল কুইন্সল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর। যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী এবং বাংলাদেশি বংশোদ্ভূত স্নাতকোত্তর ছাত্রদের সমন্বয়ে প্রায় ৪০টি প্রবাসী পরিবারের বসবাস।

অনুষ্ঠানে পরিবারের আনা বিভিন্ন সুস্বাদু পায়েস, মিষ্টি এবং খাবার সবাই খুব মজা করে উপভোগ করা হয়। সকাল ৯টায় শুরু হয়ে অনুষ্ঠান চলে বিকাল ৫টা পর্যন্ত।

সকালের নাস্তায় বিভিন্ন ধরনের সুস্বাদু পিঠা পরিবেশন করা হয় এবং বিকেলে বারবিকিউ লাঞ্চের আয়োজন করা হয়।

খাবার ছাড়াও অনেক পরিবার মাছ ধরার আনন্দ উপভোগ করে এবং শিশুরা পার্কে ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে।

শেয়ারনিউজ, ২৭ মে ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে