ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

জার্মানিতে নানা কর্মসূচির মধ্যে বুদ্ধপূর্ণিমা উদ্‌যাপিত

২০২৪ মে ২৭ ০৫:৪৬:৪৩
জার্মানিতে নানা কর্মসূচির মধ্যে বুদ্ধপূর্ণিমা উদ্‌যাপিত

প্রবাস ডেস্ক : জার্মানির রাজধানী বার্লিনে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা।

রোববার (২৬ মে) সকাল থেকেই বার্লিনের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার ডাস বুড্ডিস্টিজে হাউজসহ অন্যান্য বিহারে ছিল ভিক্ষুদের পিন্ডাচরণ, শীলগ্রহণ, ভিক্ষুসংঘের উদ্দেশ্যে দান, সমাধি অনুশীলন, ধর্মদেশনা, বিশ্ব শান্তির জন্য সমবেত প্রার্থনা ও সুত্তপাঠ ও বুদ্ধের নানা দিক নিয়ে চলে আলোচনা।

আড়াই হাজারের বেশি সময় আগে বর্তমান নেপালের লুম্বিনী কাননে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম সম্যক সম্বুদ্ধের জন্ম গ্রহণ করেন, তার বাবার নাম ছিল রাজা শুদ্ধোদন ও মাতা ছিলেন মায়াদেবী। ৩৫ বছর বয়সে গয়ার বোধিবৃক্ষ মূলে পরম সত্য বোধিজ্ঞান লাভের পর দীর্ঘ ৪৫ বছর তিনি জগৎ ও মানবের কল্যাণে ধর্ম প্রচার শেষে ৮০ বছর বয়সে ভারতের উত্তর প্রদেশের কুশিনারায় মহাপরিনির্বাণ প্রাপ্ত হন।

তথাগত ভগবান বুদ্ধ সমস্ত দুঃখ, ত্রিঞ্চাসকে চূড়ান্ত সুখ ও শান্তির পথ দিয়েছেন, নির্বাণের পথ খুঁজে দিয়েছেন।বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এই দিনে শ্রীলঙ্কায় স্থানীয় জার্মানদের সঙ্গে প্রবাসী বাংলাদেশি বৌদ্ধদের উপস্থিতি অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি ছিল।

এই উপলক্ষে অনামিকা বড়ুয়া, সুস্মিতা বড়ুয়া, যীশু বড়ুয়া, অভিজিৎ বড়ুয়া, অর্নিশা বড়ুয়া, অনি, অর্ণব প্রমুখ সকলের মঙ্গল কামনা করেন।

বিশ্বের সকল যুদ্ধ-সংঘাত, অস্থিরতা ও সহিংসতা থেকে বিশ্ববাসীর মঙ্গল ও বাংলাদেশসহ বিশ্ব শান্তি কামনা করা হয়।

শেয়ারনিউজ, ২৭ মে ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে