ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

পতনের তান্ডবে শেয়ারবাজার আরও রক্তাক্ত

২০২৪ মে ২৬ ১৫:১৩:৩১
পতনের তান্ডবে শেয়ারবাজার আরও রক্তাক্ত

নিজস্ব প্রতিবেদক : পতনের তান্ডবে প্রতিদিনই শেয়ারবাজারে রক্তক্ষরণ হচ্ছে। সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববারও (২৬ মে) শেয়ারবাজার আরও রক্তাক্ত হয়েছে। আজ লেনদেন হওয়া প্রায় অর্ধেক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট ক্রেতশুন্য অবস্থায় থেকেছে। দিন যতই গড়াচ্ছে পরিস্থিতি আরও ভয়ানক রূপ নিচ্ছে। প্রতিদিনই ক্রেতাশুন্য প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে। আশঙ্কাজনক হারে কমছে লেনদেন। এতে শেয়ারবাজার সংশ্লিষ্টরা নির্বাক হয়ে পড়ছেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ১২ মে (রোববার) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ছিল ৫ হাজার ৬৯৬ পয়েন্ট। এরপর থেকেই দেখা যায় টানা পতনের তান্ডব। ৯ কর্মদিবসের টানা পতনে ডিএসইর সূচক ৩৪৬ পয়েন্ট কমে আজ দাঁড়িয়েছে ৫ হাজার ২৫০ পয়েন্টে। এই সময়ে বিনিয়োগকারীদের মূলধন কমেছে ৬৩ হাজার ৬৪৬ কোটি টাকার।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন বাজেটে শেয়ারবাজারে গেইন ট্যাক্স আরোপ এবং তালিকাভুক্ত কোম্পানির ট্যাক্স বৃদ্ধির প্রচারণাকে কেন্দ্র করে বাজারে চলছে ধারাবাহিক পতনের তান্ডব। কিন্তু এনবিআর’র কর্মকর্তারদের এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই।

বিনিয়োগকারীরা অভিযোগ করছেন, শেয়ারবাজারে যত প্রণোদনা ছিল, গত কয়েক বছরে পর্যায়ক্রমে সেগুলো প্রত্যাহার করা হয়েছে। বাকি যে কয়েকটি আছে, সেগুলোও প্রত্যাহার করার জন্য এনবিআর কর্মকর্তারা উঠেপড়ে লেগেছেন। এগুলোও প্রত্যাহার করে তারা শেয়ারবাজারকে নিঃশেষ করে তারপর ক্ষান্ত হবেন। এই পর্যায়ে বিনিয়োগকারীরা প্রধানমন্ত্রীর সানুগ্রহ হস্তক্ষেপ কামনা করেছেন।

রোববারের বাজার পর্যালোচনা

আজ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৬ মে) ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৬১.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৫০ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১৩.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৪৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৮৮ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩২৭ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৫০৫ কোটি ৯৭ লাখ টাকার।

আজ ডিএসইতে ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩১ টির, কমেছে ৩২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএই) আজ লেনদেন হয়েছে ৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের দিন লেনদেন হয়েছিল ৬৯টি ০১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

এদিন সিএসইতে ২২১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের।

আগের দিন লেনদেন হয়েছিল ২৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এরমধ্যে দাম বেড়েছিল ৭২টির, কমেছিল ১৪১টির এবং অপরিবর্তিত ছিল ২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।শেয়ারনিউজ, ২৬ মে ২০২৪

পাঠকের মতামত:

বিশেষ সংবাদ এর সর্বশেষ খবর

বিশেষ সংবাদ - এর সব খবর



রে