ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

সাকিব আল হাসানের বিশ্বরেকর্ড

২০২৪ মে ২৫ ২৩:০১:০১
সাকিব আল হাসানের বিশ্বরেকর্ড

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বরেকর্ড করলেন বাংলাদেশের সাকিব আল হাসান। আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে এক উইকেট নিয়ে এই রেকর্ড গড়েন বিশ্বের সেরা অলরাউন্ডার।

আন্তর্জাতিক ক্রিকেটে ৪৩৫টি ম্যাচে অংশ নিয়ে ১৪টি শতক ও ৯৯টি অর্ধশতকের সাহায্যে এরই মধ্যে ১৪ হাজার ৫১৫ রান করেছেন সাকিব।

আর বল হাতে শিকার করেছেন ৭০০ উইকেট। ডাবলসে ১৪ হাজার রান ও ৭০০ উইকেটের বিশ্ব রেকর্ড গড়েছেন সাকিব।

শনিবার টাইগারদের হোয়াইটওয়াশ করতে ব্যাটিংয়ে তোলপাড় শুরু করে যুক্তরাষ্ট্র। আন্দ্রিস গাউস ও শায়ান জাহাঙ্গীর উদ্বোধনী জুটিতে ৪.৫ ওভারে ৪৬ রান করেন।

এরপর মাত্র ১৪ রানের ব্যবধানে ৫ উইকেট হারায় যুক্তরাষ্ট্র। প্রথমে মার্কিন শিবিরে আঘাত হানেন সাকিব। তার কারণে উদ্বোধনী জুটি ভেঙে যায় যুক্তরাষ্ট্রের। ক্যাচ ছেড়ে ডাগআউটে ফেরার আগে মাত্র ১৫ বলে ৫ চার ও একটি ছক্কায় ২৭ রান করেন আন্দ্রিস গাউস।

এরপর মার্কিন শিবিরে জোড়া ধাক্কা দেন কাটার মাস্টার মোস্তাফিজ। এরপর একের পর এক আঘাত হানেন তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন।

শেয়ারনিউজ, ২৫ মে ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে