ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫
Sharenews24

আর্টিকেল নাইনটিনের প্রতিবেদন

বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা ‘সংকটজনক’

২০২৪ মে ২৪ ১০:৩৫:০৫
বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা ‘সংকটজনক’

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা ‘সংকটজনক’ শ্রেণীতে রয়েছে। বিশ্বের ১৬১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৮তম। গত ১০ বছরে ৮ পয়েন্ট কমে বাংলাদেশের স্কোর এখন ১২। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিনের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (২৩ মে) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে ‘বৈশ্বিক মতপ্রকাশ প্রতিবেদন-২০২৪’ প্রকাশ করে আর্টিকেল নাইনটিন।

মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা সংস্থাটি ২০১৭ সাল থেকে ‘বৈশ্বিক মতপ্রকাশ প্রতিবেদন’ প্রকাশ করে আসছে। এবারের প্রতিবেদনটি বিশ্বজুড়ে একযোগে প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে প্রতিবেদনের তথ্য উপস্থাপন করেন আর্টিকেল নাইনটিনের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক শেখ মনজুর-ই-আলম। ১৬১টি দেশের মতপ্রকাশের স্বাধীনতা নির্ণয়ে সূচক ব্যবহার করা হয়েছে ২৫টি। এসব সূচক ছয়টি শ্রেণীতে বিভক্ত।

স্কোরের ভিত্তিতে ‘সংকটজনক’, ‘অতি বাধাগ্রস্ত’, ‘বাধাগ্রস্ত’, ‘স্বল্প বাধাগ্রস্ত’ ও ‘মুক্ত’—এ পাঁচ শ্রেণীতে দেশগুলোকে ভাগ করা হয়েছে। তাতে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা ‘সংকটজনক’ শ্রেণীতে রয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশের স্কোর ১২। ২০০০ সালে ছিল ‘বাধাগ্রস্ত’ শ্রেণীতে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, ‘দেশে গণমাধ্যম ও নাগরিক সমাজের জন্য ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে। সমালোচনা মেনে নেয়ার সংস্কৃতি দেশে গড়ে ওঠেনি। ক্ষমতার রাজনীতির হাতে মতপ্রকাশ জিম্মি হয়েছে।’

শেয়ারনিউজ, ২৪ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে