ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

বাংলাদেশ থেকে কর্মী নেওয়ায় নিষেধাজ্ঞা দিল মালদ্বীপ

২০২৪ মে ২৩ ১৮:২৮:৩২
বাংলাদেশ থেকে কর্মী নেওয়ায় নিষেধাজ্ঞা দিল মালদ্বীপ

প্রবাস ডেস্ক : বাংলাদেশ থেকে স্বল্প-দক্ষ কর্মী নেওয়ার প্রক্রিয়া বন্ধ করেছে মালদ্বীপ। বাংলাদেশি মধ্যস্থতাকারী ও সংস্থার যোগসাজশে দেশটির কয়েকটি প্রতিষ্ঠানের জাল নথি জমা দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে মালদ্বীপের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

নিষেধাজ্ঞার এই খবর নিশ্চিত করেছেন মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফাতিমা রিফাত। বর্তমানে এই বিষয়ে তদন্ত চলছে।

এমন সিদ্ধান্তের ব্যাপারে দেশটিতে নিযুক্ত বাংলাদেশি দূতাবাস জানায়, দেশটির শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের কোটা পূরণ হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

সম্প্রতি অবৈধ অভিবাসন মালদ্বীপের জন্য মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিবাসনকে বৈধ করার জন্য মালদ্বীপ সরকার কুরাঙ্গি নামক কার্যক্রমের মাধ্যমে ৭০০ অভিবাসীর কাছ থেকে বায়োমেট্রিক তথ্য নিয়েছে।

এর আগেও ২০২৩ সালে বাংলাদেশি শ্রমিকদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি।

শেয়ারনিউজ, ২৩ মে ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে