ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার হতে যাচ্ছেন তিনি

২০২৪ মে ২২ ২০:০২:০১
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার হতে যাচ্ছেন তিনি

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের আম্পায়ার হিসেবে আরেকটি ইতিহাস গড়ার পথে শরাফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।। দেশের প্রথম আম্পায়ার হিসেবে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ পরিচালনার কীর্তি গড়তে যাচ্ছেন।

ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিচালনার জন্য আইসিসি ২০ জন আম্পায়ার নিয়োগ করেছে। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বুধবার ছয়জনের নাম প্রকাশ করেছে যারা ম্যাচ রেফারিও।

আগামী ২ জুন স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচেই মূল আম্পায়ারের একজন হিসেবে থাকবেন শরফুদ্দৌলা। তার সঙ্গে মাঠের দায়িত্বে থাকবেন ২০২৩ সালের বর্ষসেরা আম্পায়ারের স্বীকৃতি জেতা রিচার্ড ইলিংওয়ার্থ।

ডালাসে অনুষ্ঠেয় ম্যাচটিতে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন স্যাম নোগাস্কি। আর ম্যাচ রেফারি হিসেবে থাকবেন রিচি রিচার্ডসন।

সাবেক বাঁহাতি স্পিনার শরফুদ্দৌলা অনেক দিন ধরেই দেশের সেরা আম্পায়ার। গত মার্চে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসি এলিট প্যানেলে জায়গা করে নেন তিনি। পূরণ করেন দেশের ক্রিকেটের দীর্ঘ দিনের এক শূন্যতা।

ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করা বাংলাদেশের প্রথম আম্পায়ারও শরফুদ্দৌলা। ২০২৩ আসরে পাঁচটি ম্যাচে মাঠের আম্পায়ার ছিলেন তিনি। এছাড়া অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচে দাঁড়ান বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে।

শরফুদ্দৌলা ২০১৭ এবং ২০২২ সালে দুটি মহিলা ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৮ সালের মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি আম্পায়ার ছিলেন। এই ৪৭ বছর বয়সী আম্পায়ার ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন।

বেশ কয়েক বছর ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং করে ২০০৬ সালে আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের অংশীদার হন তিনি। আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ার হিসেবে তার অভিষেক হয় ২০১০ সালে, মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে।

এখনও পর্যন্ত ১০ টেস্ট, ৬৩ ওয়ানডে ও ৪৯ টি-টোয়েন্টি পরিচালনা করেছেন শরাফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।। বলার অপেক্ষা রাখে না, সব সংস্করণেই তা বাংলাদেশের আম্পায়ারদের মধ্যে সর্বোচ্চ।

শেয়ারনিউজ, ২২ মে ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে