ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

শেনজেন দেশে যাওয়ার ভিসার খরচ বাড়ছে

২০২৪ মে ২২ ১৯:১২:৪৮
শেনজেন দেশে যাওয়ার ভিসার খরচ বাড়ছে

ডেস্ক রিপোর্ট :ইউরোপীয় কমিশন সেনজেন দেশগুলোতে যাওয়ার জন্য ভিসার খরচ বাড়ানোর প্রস্তাব করেছে। আগামী জুন থেকে সেনজেন দেশগুলোর ভিসার খরচ ১২ শতাংশ বাড়ানো হবে। এমনটাই জানিয়েছেন স্লোভেনিয়ার পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, বয়স্কদের জন্য ভিসার খরচ ছিল ৮০ ইউরো। এখন তা হবে ৯০ ইউরো। আর শিশুদের খরচ করতে হবে ৪৫5 ইউরো। আগে ছিল ৪০ ইউরো।

তবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যারা একসাথে কাজ করছে না, সেসব দেশে যেতে প্রত্যেকতে ভিসার জন্য খরচ করতে হবে ১৮০ ইউরো। যা আগে খরচ করতে হতো ১৩৫ ইউরো।

স্লোভেনিয়ার সরকার বলছে, স্বল্প মেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসার খরচ বাড়াচ্ছে ইউরোপীয় কমিশন। খরচ বাড়ানো হবো ১২ শতাংশ। আগামী ১১ জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তিন বছর পরপর খরচ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার কারণে শেনজেনভুক্ত দেশে খরচ বেড়ে গেছে। আর সে কারণেই ভিসার খরচ বাড়ানো হচ্ছে বলে স্লোভেনিয়ার সরকার বলছে।

এর আগে, গত এপ্রিলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সেনজেন দেশগুলোতে ভ্রমণের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। নতুন ভিসা নীতিতে বলা হয়েছে, এখন ভারত থেকে সব শেনজেন দেশের জন্য ভিসার আবেদন করা যাবে। এই ভিসা দীর্ঘ সময়ের জন্য হবে। এতে করে এই ভিসা নিয়ে ইউরোপের ৩৯টি দেশে যাওয়া যাবে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের মতে, এই নিয়মটি ১৮ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। শেনজেনে ইউরোপীয় ইউনিয়নের ২৫টি সদস্য রাষ্ট্র এবং নন-ইইউ দেশ আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড এবং লিচেনস্টাইন অন্তর্ভুক্ত রয়েছে।

নতুন নীতি অনুযায়ী, ভারতীয়রা দুই বছরের জন্য আবেদন করতে পারবেন। পরে তারা পাঁচ বছরের ভিসা পাবেন। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্ক জোরদার করতে এবং অভিবাসনকে সহজ করতে এই পদক্ষেপের কথা বলা হয়েছে ভিসা নীতিতে।

শেয়ারনিউজ, ২২ মে ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে