ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫
Sharenews24

এমপি আনারের মরদেহ উদ্ধারের ঘটনায় যা বললেন মির্জা ফখরুল

২০২৪ মে ২২ ১৩:৫৩:০৬
এমপি আনারের মরদেহ উদ্ধারের ঘটনায় যা বললেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ। বুধবার সকালে কলকাতার নিউ টাউনের সঞ্জীবনী গার্ডেন এলাকা থেকে তার মরদেহ পশ্চিমবঙ্গ পুলিশ উদ্ধার করেছে।

আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর এই ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাধারণ নাগরিকই নয়, আওয়ামী লীগের সংসদ সদস্যরাও সরকারের বন্ধুরাষ্ট্রের কাছে নিরাপদ নয়।

বুধবার (২২ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ভারতে এমপি হত্যার পেছনে দুর্নীতি বা অন্য কোনো ঘটনা থাকতে পারে।

মির্জা ফখরুল আরও বলেন, বর্তমান সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে গোটা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সেনাপ্রধানকে সরকার নিজেদের মতো ব্যবহার করার কারণে নিষেধাজ্ঞা আসছে, এটি দেশের জন্য লজ্জার। বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে বলেই নিষেধাজ্ঞা আসার পরও তাদের পক্ষেই থাকে সরকার।

বিএনপি মহাসচিব বলেন, আজকের দখলদার সরকার ইতিহাস থেকে জিয়ার নাম মুছে ফেলতে চায়। জিয়াকে খলনায়ক বানানোর জন্য ইতিহাস বিকৃত করা হচ্ছে।

তিনি বলেন, জিয়া কখনো বাকশালের ফরম পূরণ করেননি, আওয়ামী লীগ এমন মিথ্যাচার করে ইতিহাস মুছে ফেলতে চায়। তারা সব সময় গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকেই ধ্বংস করেছে। মূলত জিয়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন।

মির্জা ফখরুল আরও বলেন, গভীর ষড়যন্ত্র করে দেশে পরনির্ভরশীল নেতৃত্ব সৃষ্টির জন্য এই জাতীয়তাবাদী শহীদ জিয়াকে হত্যা করা হয়েছিল। বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়ানোর সম্ভাবনাকে নষ্ট করা হয়েছিল। বিশ্ব রাজনীতিতে গুরুরুত্বপূর্ন স্থান দখল করেছিলেন জিয়া।

শেয়ারনিউজ, ২২ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে