ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

মেসির ন্যাপকিন পেপার বিক্রি হলো ১১ কোটি টাকায়

২০২৪ মে ১৮ ১২:২৯:১৭
মেসির ন্যাপকিন পেপার বিক্রি হলো ১১ কোটি টাকায়

ক্রীড়া প্রতিবেদক : প্রায় দুই যুগ আগে মেসিকে দলে আনতে পারেননি তৎকালীন বার্সার ক্রীড়া পরিচালক কার্লোস রেক্স। ক্লাবের সিদ্ধান্ত গ্রহণকারী মহল তার উচ্চতা ও বয়স বিবেচনায় মেসির সাথে চুক্তি নিয়ে দ্বিধাবিভক্ত ছিল।

রেক্সাসের অবশ্য এতদিন অপেক্ষা করতে হয়নি। মেসির পরিবারকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়েছেন, একটি ন্যাপকিন কাগজে ঐতিহাসিক চুক্তিটি লিখেছেন।

গত মার্চে সেই ন্যাপকিন পেপারটির নিলাম হয়। নিউইয়র্ক ও প্যারিসে প্রদর্শনীর পর এই ঐতিহাসিক ন্যাপকিন পেপারটি অনলাইনে নিলামে তোলা হয়। এর সর্বনিম্ন মূল্য আনুমানিক চার লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৪ কোটি ১৯ লাখ টাকার বেশি।

শেষ পর্যন্ত ন্যাপকিন পেপার বিক্রি হয়েছে ৯৬৫ হাজার ডলারে, যা টাকার অঙ্কে ১১ কোটি টাকা। এই ৬.৫০ বাই ৬.৬০ ইঞ্চি ন্যাপকিনের নিলাম প্রক্রিয়ার দায়িত্বে ছিল যুক্তরাজ্যের বিখ্যাত নিলাম সংস্থা বনহ্যামস। নিলাম ১৮ মার্চ শুরু হয় এবং ২৭ তারিখ পর্যন্ত চলবে।

‘১৪ ডিসেম্বর, ২০০০-এ বার্সেলোনায়, মিঙ্গেলা, হোরাতিও এবং বার্সার ক্রীড়া পরিচালক কার্লোস রেক্সাসের উপস্থিতিতে, লিওনেল মেসিকে একটি নির্দিষ্ট পরিমাণের জন্য সম্পূর্ণ দায়িত্বে স্বাক্ষর করতে সম্মত হয়েছিল।’ এটি নীল কালিতে স্প্যানিশ লেখার বাংলা অনুবাদ।

বার্সেলোনার সঙ্গে চুক্তি করে মেসি কী করেছেন তা কেউ জানে না। তার ক্লাব ক্যারিয়ারে সম্ভবত এমন কোনো ট্রফি নেই যা তিনি জেতেননি। আর্জেন্টাইন জাদুকর ২০২১ সালে বার্সা ছাড়ার আগে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা সহ ৩৪টি ট্রফি জিতেছিলেন। ক্লাবের ফরোয়ার্ডের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি, মেসি নিজেকে কিংবদন্তীর সামনের সারিতে নিয়ে গেছেন।

শেয়ারনিউজ, ১৮ মে ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে