ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ওমান প্রবাসীদের জরুরি বার্তা দিলো দূতাবাস

২০২৪ মে ১৪ ১১:৪২:১৫
ওমান প্রবাসীদের জরুরি বার্তা দিলো দূতাবাস

প্রবাস ডেস্ক : মাস্কাটে বাংলাদেশ দূতাবাস অনলাইন সময়সূচী ছাড়া ওমান প্রবাসীদের কাছ থেকে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ করবে না বলে ঘোষণা দিয়েছে।

চলতি মাস থেকে অনলাইন সময়সূচি অনুযায়ী ই-পাসপোর্ট আবেদন জমা ও তালিকাভুক্তি প্রক্রিয়া পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১২ মে) বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর রওশন আরা পলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

যদিও কনস্যুলার ট্যুরের ই-পাসপোর্ট আবেদন এই আদেশের আওতা বহির্ভূত থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ মে থেকে বাংলাদেশ দূতাবাস, মাস্কাটে ই-পাসপোর্ট আবেদনপত্র জমা ও এনরোলমেন্ট কার্যক্রম অনলাইন সিডিউল অনুযায়ী চলবে।

অর্থাৎ ই-পাসপোর্ট আবেদন পত্র অনলাইনে পুরণের সময় এনরোলমেন্টের জন্য স্বয়ংক্রিয়ভাবে যে তারিখ প্রদান করা হয়, সে তারিখ অনুযায়ী দূতাবাসে আবেদনপত্র জমা ও এনরোলমেন্ট কার্যক্রম সম্পন্ন করা হবে। তাই ই-পাসপোর্ট আবেদনকারীদের সেই তারিখ অনুযায়ী দূতাবাসে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

দূতাবাসের এই বিজ্ঞপ্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রবাসীরা। অনেকের দাবি, এই বিষয়ে প্রবাসীরা এখনো সচেতন নয়।

অনলাইনে সময়সূচী ছাড়া জামানত না নেওয়া হলে অনেকেই ভোগান্তিতে হবে, বিশেষ করে যারা দূর থেকে আসবেন তারা বিষয়টি না জানার কারণে সমস্যায় পড়তে পারেন।

তাই ভিড় কমাতে নতুন সিদ্ধান্ত থেকে সরে এসে শুধু পাসপোর্টের জন্য আলাদা অফিসের দাবি জানান তারা।

শেয়ারনিউজ, ১৪ মে ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে