ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ব্রিটিশ পার্লামেন্ট হাউজে গান অবমুক্ত হবে আসিফ-অনুরাধার

২০২৪ মে ১৪ ০৬:৪৬:১৮
ব্রিটিশ পার্লামেন্ট হাউজে গান অবমুক্ত হবে আসিফ-অনুরাধার

প্রবাস ডেস্ক : ব্রিটিশ পার্লামেন্ট হাউজে সাধারণত রাজনৈতিক কর্মকাণ্ডই অনুষ্ঠিত হয়। তবে এবার থাকছে গান অবমুক্ত করার অনুষ্ঠান।

বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর ও উপমহাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী পদ্মশ্রী অনুরাধা পড়োয়ালের গাওয়া ‘চিরদিনের জীবন সঙ্গিনী’ শিরোনামের গানটি ব্রিটিশ পার্লামেন্ট হাউজে অবমুক্ত করা হবে।

আগামী ১৫ মে সন্ধ্যায় ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের ১২ নম্বর কমিটি হলে দুই দেশের সহযোগিতায় নির্মিত আলোচিত গানটি অবমুক্ত করা হবে। আসিফ আকবর ইতোমধ্যে বাংলাদেশ থেকে লন্ডন উড়ে গেছেন। ওদিকে ভারত থেকে যাচ্ছেন পদ্মশ্রী অনুরাধা পড়োয়াল।

অনুষ্ঠানটি মনোজ্ঞ করার জন্য ব্রিটিশ পার্লামেন্টের এমপি সীমা মনোত্রা ইতোমধ্যে সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক রাজা কাশেফ এবং সঙ্গীতশিল্পী রুবাইয়াত জাহানের পক্ষে বিশিষ্টজনদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন।

কবির বকুলের লেখা গানটিতে সুর ও সঙ্গীত করেছেন রাজা কাশেফ। মেলোডিয়াস ডুয়েট এই গানটির পরিচালক সৌমিত্র ঘোষ ইমন, আসিফের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ হিসেবে ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি এ আর রাহমান স্টুডিও, যশরাজ ফিল্ম স্টুডিও’তে গানটির রেকর্ডিং ও হাউস অব কমন্সে অনুষ্ঠান সব কিছু ব্যবস্থাপনা করেছেন রাজা কাশেফ ও রুবাইয়াত জাহান।

পেট্যামের স্পন্সরে করা গানটির কাস্টিং আসিফ আকবর ও সাবাহ বশির। ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি এ আর রাহমানের প্রায় ১৫ হাজার স্কয়ার ফিটের কে এম স্টুডিওতে গান গেয়ে উচ্ছ্বসিত আসিফ আকবর ইতোমধ্যে বলিউডে একটি হিন্দি সিনেমায় গান করে যাত্রা শুরু করেছেন।

রেকর্ডিংয়ের সময় তাৎক্ষণিক আরেক গানের অফার পেয়েছেন। দেশে ফিরে আসার পর পেয়েছেন আরও কয়েকটি গানের অফার। সে জন্য লন্ডন থেকে ফিরে আবার ২৫ মে যাচ্ছেন মুম্বাইতে। আসিফ আকবরের এমন চমকপ্রদ খবর ও ব্যস্ততা ভক্তদের মধ্যে এনেছে অন্যরকম উন্মাদনা।

বলিউডে এর আগেও বেশ কয়েকজন বাংলাদেশি সঙ্গীত শিল্পীর অভিষেক হয়েছে। এখানে দাপুটে বিচরণ করেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী রুনা লায়লা। ব্যান্ড তারকা জেমসও গান গেয়ে এই ইন্ডাস্ট্রিতে শোরগোল ফেলেছেন। দীর্ঘ বিরতির পর বলিউডে অভিষেক হয়েছে এই বাংলাদেশি তারকার।

সর্বোপরি, ভক্তদের মনোযোগ এখন কিংবদন্তি সঙ্গীতশিল্পী অনুরাধা পদওয়ালের মতো পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত গানের দিকে।

কিংবদন্তী সঙ্গীতশিল্পী অনুরাধা পড়োয়াল এ গানে কণ্ঠ দেওয়ার কিছুদিনের মধ্যে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিয়েছেন। নব্বইয়ের দশকে ‘আশিকি’, ‘দিল হ্যায় কে মানতা নেহি’, ‘দিল’, সাজনের মতো চলচ্চিত্রে গান করে তুমুল জনপ্রিয়তা পান অনুরাধা পড়োয়াল।

‘আশিকি’ ছবির গানের অ্যালবাম ২০ মিলিয়নের বেশি বিক্রি হয়। ‘নজর কে সামনে’, মুঝে নিন্দ না আয়ে’, ‘দিল হে কি মানতা নেহি’, ‘বহুত প্যায়ার করতে হ্যায়’ ইত্যাদি গান এখনো সঙ্গীত প্রেমীদের কণ্ঠে ধ্বনিত হয়।

এদিকে, বাংলাদেশে শীর্ষ জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের এটি তৃতীয় গান, যা ভারত থেকে মুক্তি পাবে। ২১ বছর আগে ভারতের আরেক নন্দিত শিল্পী কবিতা কৃষ্ণমূর্তির সাথে ডুয়েট করেছিলেন আসিফ। সফল গায়িকা শ্রেয়া ঘোষালের সাথেও গান করেছেন।

ভারতে আসিফের প্রথম একক গান মুক্তি পায় পাঁচ বছর আগে। ভারতের মুম্বাইয়ের গ্রিবস মিডিয়া অ্যান্ড প্রোডাকশনের প্রতিষ্ঠান গ্রিবস মিউজিক বাংলা ‘অভিনয়’ শিরোনামে গানটি প্রকাশ করে। গানটিতে দুই মিলিয়নের বেশি ভিউ হয়।

ভারতের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, গীতিকার, সুরকার কবীর সুমন কণ্ঠশিল্পী আসিফের গানে মুগ্ধ হয়ে তার জন্য গান লিখেছিলেন। যা বাংলাদেশ থেকে মুক্তি পেয়েছে।

শেয়ারনিউজ, ১৪ মে ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে