ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

মালয়েশিয়ায় জাল পাসপোর্ট বিক্রির অভিযোগ, বাংলাদেশিসহ আটক ২

২০২৪ মে ১৩ ২১:৫৬:৩৬
মালয়েশিয়ায় জাল পাসপোর্ট বিক্রির অভিযোগ, বাংলাদেশিসহ আটক ২

প্রবাস ডেস্ক : জাল পাসপোর্ট বিক্রির অভিযোগে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এক প্রবাসী বাংলাদেশি ও এক ফিলিপিনো নারীকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার (১০ মে) বিশেষ অভিযানে সেলাংগর রাজ্যের কাজাং থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।

সোমবার (১৩ মে) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক রুসলিন জুসোহ।

তিনি জানান, এই চক্রটি পাসপোর্টের পুরোনো সংস্করণগুলো ব্যবহার করত। যেসব পাসপোর্টে পলিকার্বোনেট ব্যবহার হয়নি সেগুলো পরিবর্তন করা সহজ।

চক্রটি ভুয়া বায়োডাটার মাধ্যমে বিদেশি শ্রমিকদের মেডিকেল সার্টিফিকেটের অনুমোদনও জড়িত ছিল। প্রায় দুই বছর ধরে এই কার্যক্রম চলছে বলে নিশ্চিত করেছে অভিবাসন বিভাগ।

মহাপরিচালক আরও বলেন, এই চক্রের আরও সদস্য আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ কাজে আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে মনে করেন তিনি।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট সংগ্রহ করে ব্যবহারকারীর তথ্য পাসপোর্টে জাল তথ্য দিয়ে নতুন পৃষ্ঠা যুক্ত করতো।

মহাপরিচালক জানান, মেয়াদোত্তীর্ণ পাসপোর্টগুলো প্রকৃত পক্ষে আসল শুধুমাত্র তথ্যগুলো জাল। জাল পৃষ্ঠায় ব্যক্তির বাড়ির ঠিকানা, পুরো নাম ও পাসপোর্ট নম্বরসহ সমস্ত বিবরণ লেখা থাকতো।

এসময় এই চক্রের কাছ থেকে ২১১টি পাসপোর্ট, ১৬ হাজার রিঙ্গিত, মেডিকেল পরীক্ষার নথি ও জাল কাগজপত্র তৈরির সরঞ্জামসহ ১৯৯টি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়।

আটককৃত দুইজনকেই রিমান্ডে নেওয়া হয়েছে বলেও জানান মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক।

শেয়ারনিউজ, ১৩ মে ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে