ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

মালয়েশিয়ায় বন্যহাতির আক্রমণে প্রাণ গেলো বাংলাদেশির

২০২৪ মে ১৩ ১৫:২০:১৫
মালয়েশিয়ায় বন্যহাতির আক্রমণে প্রাণ গেলো বাংলাদেশির

প্রবাস ডেস্ক : মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের গুরা মুসাং, পোস ব্লাউ, কাম্পুং ওম একটি খামারে বন্যহাতির আক্রমণে মো. নওশের আলী (২৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার (১২ মে) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। তবে নিহত বাংলাদেশির বিস্তারিত তথ্য প্রকাশি করেনি কর্তৃপক্ষ।

গুয়া মুসাং জেলার পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট সিক চুন ফু এক বিবৃতিতে জানিয়েছেন, রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনার খবর পান।

প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, খামার থেকে তার সহপাঠীসহ বাসায় ফেরার পথে পাহাড় থেকে নেমে আসা একটি হাতিকে দেখতে পান তারা। এসময় একটি বন্যহাতি দৌড়ে তাদের আক্রমণ করে।

পুলিশ জানায়, সঙ্গে থাকা সহপাঠীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও নওশের বন্যহাতির আক্রমণে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

তদন্তে দেখা গেছে, নিহতের পেটে আঘাত ও শরীরের বিভিন্ন অংশে হাতির পায়ের ছাপের চিহ্ন রয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় গুয়া মুসাং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনায় আইনি ব‍্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

শেয়ারনিউজ, ১৩ মে ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে